2023 World Cup: ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ, বিশাল আর্থিক ক্ষতির মুখে বোর্ড

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 14, 2022 | 9:52 PM

BCCI: এখনও অবধি যা পরিস্থিতি, প্রায় ৯৫৫ কোটি ক্ষতির মুখে পড়তে চলেছে বিসিসিআই। ২০১৬ তে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আইসিসির কাছ থেকে প্রাপ্য আয়ের শেয়ার থেকে প্রায় ১৯৩ কোটি কেটে নিয়েছিল আইসিসি।

2023 World Cup: ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ, বিশাল আর্থিক ক্ষতির মুখে বোর্ড
Image Credit source: ICC

Follow Us

মুম্বই : আগামী বছর ভারতের মাটিতে পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপ (2023 World Cup)। তার আগে অস্বস্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখনও অবধি যা পরিস্থিতি, প্রায় ৯৫৫ কোটি ক্ষতির মুখে পড়তে চলেছে বিসিসিআই (BCCI)। ২০২৩’র অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপ। টুর্নামেন্ট আয়োজনের জন্য সরকারকে বিশাল অঙ্কের ট্যাক্স দিতে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের। বিসিসিআইয়ের পক্ষ থেকে রাজ্য সংস্থাগুলিকে যে সার্কুলার পাঠানো হয়েছে, সেখানে উল্লেখ রয়েছে, আইসিসির (ICC) থেকে আয়ের যে অংশ পায় ভারত, সেখান থেকেই ২০২৩ বিশ্বকাপের সমস্ত ট্যাক্স মেটানো হবে। আইসিসি কোনও ট্যাক্সের ভার নেবে না। সরকারও ট্য়াক্স ফ্রি টুর্নামেন্টে আগ্রহী নয়। ফলে দায় নিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকেই।

২০১৪ সালে আইসিসি-র সঙ্গে বিসিসিআই এর একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। ভারতে টুর্নামেন্ট আয়েজনে ট্যাক্স ছাড়ের কথা ছিল তাতে। ২০১৬ তে ভারতে টি ২০ বিশ্বকাপ হয়েছিল। ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতকে। পরিবর্তে ২০২১ টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় ভারত। যদিও কোভিডের কারণে দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন করা যায়নি। ভারত আয়োজক দেশ হলেও গত বিশ্বকাপ হয়েছিল ওমান ও আরব আমিরশাহিতে। এ বার ২০২৩’র ওয়ান ডে বিশ্বকাপ। চুক্তি অনুযায়ী আইসিসিকে ট্যাক্সের বিষয়ে সাহায্য করতে বাধ্য বিসিসিআই।

ভারতে আইসিসি টুর্নামেন্ট করার ক্ষেত্রে বড় মাথাব্য়থা ট্যাক্স। ২০১৬ তে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আইসিসির কাছ থেকে প্রাপ্য আয়ের শেয়ার থেকে প্রায় ১৯৩ কোটি কেটে নিয়েছিল আইসিসি। ভারতীয় বোর্ড সেই সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ জানালেও তা ধোপে টেকেনি। অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনায় বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৩ বিশ্বকাপের জন্য ট্যাক্স ছাড় কিংবা এর কোনও সুরাহার পথ এখনও বেরোয়নি। শেষ অবধি পরিস্থিতি এমন থাকলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে বিসিসিআইকে।

Next Article