IPL 2021: ২০ অগাস্টের মধ্যে ৮ দলের আইপিএল স্কোয়াড ঘোষণার নির্দেশ বিসিসিআইয়ের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 19, 2021 | 4:28 PM

আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে ২৯ সেপ্টেম্বর।

IPL 2021: ২০ অগাস্টের মধ্যে ৮ দলের আইপিএল স্কোয়াড ঘোষণার নির্দেশ বিসিসিআইয়ের
IPL 2021: ২০ অগাস্টের মধ্যে ৮ দলের আইপিএল স্কোয়াড ঘোষণার নির্দেশ বিসিসিআইয়ের

Follow Us

নয়াদিল্লি: আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে ২৯ সেপ্টেম্বর। ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) জানিয়েছে, ২০ অগস্টের মধ্যে আইপিএল স্কোয়াড ঘোষণা করতে হবে টিমগুলোকে। যদিও এখনও পর্যন্ত সব ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চিত নয় যে তারা বিদেশি প্লেয়ারদের বাকি থাকা আইপিএলে পাবে কিনা।

ইসিবি (ECB) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) তাদের ক্রিকেটারদের আইপিএলের দ্বিতীয় পর্বে খেলার সবুজ সংকেত দিয়েছে। একটি দলের সূত্রের খবর অনুযায়ী, “আমাদের ২০ অগস্টের মধ্যে স্কোয়াড জমা দিতে হবে, কিন্তু আমি জানি না আমরা সব বিদেশি প্লেয়ারদের পাব কিনা। আমরা এখনও কয়েকজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছি। টি-২০ বিশ্বকাপ দুবাইতেই হবে, যেটা আমাদের কিছুটা আত্মবিশ্বাস জোগাচ্ছে যে, সব ক্রিকেটারদের আমরা পাব আইপিএলে। তবে এখনও আমরা কিছু প্লেয়ারের চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছি।”

আইপিএলের পরই দুবাইতে কুড়ি-বিশের বিশ্বকাপের (T-20 World Cup) আসর বসবে। তাই সেখানে উপস্থিত থাকার কথা সকল ক্রিকেটারদের। এটাই একটা আশা দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তবে বর্তমানে চিন্তায় রয়েছে বেশ কয়েকটি দল। সেই চিন্তার বাইরে রয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের পুরো দলই উপস্থিত থাকবে দ্বিতীয় পর্বের আইপিএলে। ধোনিরা ইতিমধ্যেই দুবাইয়ে কোয়ারান্টিন কাটিয়ে অনুশীলনের জন্য তৈরি হয়ে পড়েছেন।

Next Article