IPL 2025: ক্রিকেট প্রেমীদের বিনোদনে ‘জোয়ার’ আসছে না! বিশেষ কারণে আইপিএলের ম্যাচ সংখ্যা বাড়াবে না বোর্ড

Sep 27, 2024 | 11:40 AM

IPL Auction: আগামী আইপিএলের নিলাম নিয়ে জোর আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। এখনও বোর্ড রিটেনশন নিয়ম নিয়ে কিছু জানায়নি। দ্রুত বোর্ডের বার্ষিক জেনারেল মিটিং রয়েছে। সেখানেই আইপিএলের নিলাম নিয়ে নানা আলোচনা হবে, আশা করা যায়।

IPL 2025: ক্রিকেট প্রেমীদের বিনোদনে জোয়ার আসছে না! বিশেষ কারণে আইপিএলের ম্যাচ সংখ্যা বাড়াবে না বোর্ড
IPL 2025: ক্রিকেট প্রেমীদের বিনোদনে 'জোয়ার' আসছে না! বিশেষ কারণে আইপিএলের ম্যাচ সংখ্যা বাড়াবে না বোর্ড
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আকর্ষণও বেড়ে চলেছে। ভারতের গ্রীষ্মকালীন উৎসবের জৌলুস বরাবরই ক্রিকেট প্রেমীদের আকৃষ্ট করে। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল পঁচিশের আইপিএলের (IPL 2025) ম্যাচ সংখ্যা বেড়ে যাবে। এমনিতেই কয়েক বছর আগে আইপিএলে ৮ টিম থেকে ১০ টিমের খেলায় পৌঁছেছে। এ বার ম্যাচ সংখ্যা বেড়ে গেলে ক্রিকেট প্রেমীরা বাড়তি বিনোদন পেতেন, তা বলার অপেক্ষা রাখে না। এ বার হঠাৎ করেই জানা গিয়েছে, আগামী আইপিএলের ম্যাচ সংখ্যা বাড়াবে না বোর্ড। নেপথ্যে বিশেষ কারণ।

অতীতে আইপিএলে ম্যাচ সংখ্যা ছিল ৬০। তা বেড়ে হয় ৭৪। এ বার শোনা গিয়েছিল ১৮তম আইপিএল হবে ৮৪ ম্যাচের। কিন্তু এখন জানা গিয়েছে, প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আইপিএলের ম্যাচ সংখ্যা বাড়ানো হবে না। টিম ইন্ডিয়া এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে। আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যদি টিম ইন্ডিয়া ওঠে তা হলে লর্ডসে খেলবেন রোহিতরা। তারপরই খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ। ফলে ক্রিকেটাররা যেন পর্যাপ্ত বিশ্রাম পান, সেই দিকটিও দেখবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই আইপিএলে ম্যাচ সংখ্যা হয়তো বাড়াবে না বিসিসিআই।

এক আগে এক সাক্ষাৎকারে আইপিএল ম্যাচ বাড়ানো নিয়ে বোর্ডের সচিব জয় শাহ বলেছিলেন, ‘এখনও চূড়ান্ত কিছুই হয়নি। তবে এ বিষয়ে আলোচনা চলছে। মোটামুটিভাবে আমরা একমত হয়েছি ঠিকই। তবে এর সঙ্গে একাধিক ফ্যাক্টর জড়িয়ে রয়েছে। তা নিয়েও আলোচনা করতে হবে। দলগুলোর সঙ্গে চুক্তির মধ্য়েই বিষয়টা রয়েছে। তবে বোর্ডই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

আগামী আইপিএলের নিলাম নিয়ে জোর আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। এখনও বোর্ড রিটেনশন নিয়ম নিয়ে কিছু জানায়নি। দ্রুত বোর্ডের বার্ষিক জেনারেল মিটিং রয়েছে। সেখানেই আইপিএলের নিলাম নিয়ে নানা আলোচনা হবে, আশা করা যায়। ২০২৪ সালের আইপিএল ২২ মার্চ থেকে ২৬ মে অবধি হয়েছিল। পঁচিশের আইপিএল হওয়ার কথা মার্চের মাঝামাঝি থেকে শুরু করে মে-র শেষ সপ্তাহ অবধি।

Next Article