অস্ট্রেলিয়াকে চিঠি পাঠিয়ে প্রতিশ্রুতি চাইল ভারত

sushovan mukherjee |

Jan 08, 2021 | 1:52 PM

ব্রিসবেন টেস্টের আগে তাই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে কড়া চিঠি পাঠাল বিসিসিআই

অস্ট্রেলিয়াকে চিঠি পাঠিয়ে প্রতিশ্রুতি চাইল ভারত
অস্ট্রেলিয়াকে চিঠি পাঠিয়ে প্রতিশ্রুতি চাইল ভারত।ছবি-বিসিসিআই।

Follow Us

নয়াদিল্লি: প্রতিশ্রুতি যা ছিল, তা মানা হয়নি। ব্রিসবেন টেস্টের আগে তাই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে কড়া চিঠি পাঠাল বিসিসিআই। পরিষ্কার বলা হল, ব্রিসবেনে ভারতীয় ক্রিকেটারদের ওই দেশের নাগরিকদের মতো স্বাভাবিক জীবন কাটাতে দিতে হবে। আর তা লিখিত ভাবে এই প্রতিশ্রুতিও দিতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।

১২ নভেম্বর অস্ট্রেলিয়ায় পা দেওয়ার পর ১৪ দিনের কোয়ারান্টিনে কাটিয়েছিল অজিঙ্ক রাহানেরা। কিন্তু তার পরও পরিস্থিতি পাল্টায়নি। হোটেলের নির্দিষ্ট তলায় বন্দি থাকা, মাঠে খেলতে যাওয়া এবং হোটেলে ফিরে আসা। এ ভাবেই কাটাতে হয়েছে জীবন। যা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন ক্রিকেটাররা। বিসিসিআইয়ের কাছে অভিযোগ করেছেন তাঁরা। তারই পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে ভারতীয় বোর্ড।

আরও পড়ুন:আইএসএলে ওড়িশার প্রথম জয়

বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়াকে পুরোটা জানিয়ে চিঠি লেখা হয়েছে। ওরা এ বার ওদের সরকারের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলবে। তার পর বাকিটা জানা যাবে।’ভারতীয় ক্রিকেটাররা এই ক’টা মাস কার্যত জেলবন্দি আছেন। অনেকটা যেন চিড়িয়াখানার পশুদের মতো। যাঁদের অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়েছে মনোরঞ্জনের জন্য। এরই মধ্যে আবার ভারতীয় ক্রিকেটারদের হোটেলে  খেতে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। যা নিয়ে অস্ট্রেলিয়ার এক মন্ত্রী বলেওছিলেন, নিয়ম না মানলে খেলতে এসো না। যা ভালো ভাবে নেয়নি বোর্ড।

আরও পড়ুন:ফিল্ডার না ‘প্রশ্নবিচিত্রা?’ স্লেজিংয়ের নতুন পন্থা লাবুসেনের

ওই কর্তা বলেছেন, ‘যারা ক্রিকেট দেখতে যাচ্ছে, তারা যেখানে সেখানে যেতে পারছে, মাঠে ঢুকতে পারছে। কিন্তু প্লেয়ারদের কেন দিনের পর দিন আলাদা থাকতে হবে। তাই যদি হয়, তা হলে দর্শকদের মাঠে ঢোকার ক্ষেত্রে কেন নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না? যে মন্ত্রী ওই মন্তব্য করেছেন, তাঁকে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের বোঝাতে হবে। এই সফরটা অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ, ভারতের জন্য নয়।’

Next Article