সিডনি – তোমার প্রিয় ক্রিকেটার কে ? বিরাট, নাকি সচিন ? কখন উত্তর দেবে ? কোয়ারান্টিনে কী করলে ? প্রশ্নের শেষ নেই। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে ভারতীয় ব্যাটসম্যানদের স্লেজিং (sledging) করার নতুন পন্থা আবিস্কার করলেন অজি ব্যাটসম্যান মার্নাস লাবুসেন (Marnus Labuschagne)। শুভমন হোক বা রোহিত শর্মা। কোনও খারাপ কথা নয়। বদলে লাবুসনের ঝুলি থেকে বেরিয়ে এল একের পর এক প্রশ্ন।
.@marnus3cricket was enjoying being back under the helmet for the Aussies! #AUSvIND pic.twitter.com/GaCWPkTthl
— cricket.com.au (@cricketcomau) January 8, 2021
লাবুসেনের কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি কমেন্ট্রি বক্সে থাকা শেন ওয়ার্ন। এ বারের ভারত অস্ট্রেলিয়া সিরিজ মোটের ওপর শান্ত। পন্থ ও ওয়েডের কথার লড়াই ছাড়া তেমন মশলা খুঁজেই পাওয়া যায়নি। স্বাদহীন লড়াইয়ে যেন কিছুটা স্বাদ বদলের চেষ্টায় অজি ব্যাটসম্যান।
আরও পড়ুন – সেঞ্চুরি করে ফর্মে ফিরলেন স্টিভ স্মিথ, সঙ্গে একাধিক রেকর্ড
গতবার ভারতের অস্ট্রেলিয়া সফরে মশলার অভাব ছিল না। পন্থ বনাম পেইন। কোহলি বনাম পেইন। বাগযুদ্ধের নানা লড়াইয়ের ঝলক উঠে এসেছিল খবরের শিরোনামে। এ বার তেমন দেখা যাচ্ছে না। ব্যাট বলের লড়াইটাই যেন এ বার বেশি প্রাধান্য পাচ্ছে। তারই মাঝে এই প্রশ্নবিচিত্রার নয়া অবতার লাবুসেন।