সেঞ্চুরি করে ফর্মে ফিরলেন স্টিভ স্মিথ, সঙ্গে একাধিক রেকর্ড

sushovan mukherjee |

Jan 08, 2021 | 12:01 PM

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার দৌড়ে, বিশ্ব ক্রিকেটার লেজেন্ডদের সঙ্গে এক আসনে স্মিথ।

সেঞ্চুরি করে ফর্মে ফিরলেন স্টিভ স্মিথ, সঙ্গে একাধিক রেকর্ড
টেস্ট কেরিয়ারে ২৭তম শতরান স্মিথের। ছবি সৌজন্যে - টুইটার (ক্রিকেট অস্ট্রেলিয়া)

Follow Us

সিডনি – স্টিভ ওয়ার হোম গ্রাউন্ডে উজ্জ্বল স্টিভ স্মিথ (Steve Smith)। ভারতের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টের ব্যর্থতা সিডনিতে ঝেড়ে ফেললেন অজি তারকা। সেঞ্চুরি (century) করে ফর্মে ফিরলেন স্টিভ। সঙ্গে বেশ কয়েকটা রেকর্ডও (record) এল তাঁর ঝুলিতে। টেস্ট কেরিয়ারের ২৭ তম শতরান। ভারতের বিরুদ্ধে অষ্টম।

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার দৌড়ে, বিশ্ব ক্রিকেটার লেজেন্ডদের সঙ্গে এক আসনে স্মিথ। এর আগে ভারতের বিরুদ্ধে ৮টি শতরান করেছেন স্যার গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস ও রিকি পন্টিং।

 

 

সব থেকে কম ইনিংসে ২৭ তম টেস্ট শতরানের হিসেবে স্টিভ এদিন টপকে গেলেন বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকরকে। দুই ভারতীয় ব্যাটসম্য়ান ২৭ তম টেস্ট শতরান করেছিলেন ১৪১ টি ইনিংস খেলে। স্টিভ স্মিথ ১৩৬টি ইনিংসে এই মাইল স্টোন ছুঁয়ে ফেললেন। স্মিথের আগে শুধু স্যার ডন। ৭০ নম্বর ইনিংসে ২৭ তম শতরান করেছিলেন ডন।

 

আরও পড়ুন – সিডনিতে স্মিথের শতরান,অস্ট্রেলিয়া ৩৩৮ রানে অল আউট

সিডনিতে শতরান করে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় চতুর্থ স্থানে স্টিভ স্মিথ। ৭০টি শতরান করে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে রিকি পন্টিং।

Next Article