Ben Stokes: ‘ফিনিক্স ফ্রম দ্য অ্যাসেজ’- বেন স্টোকসকে নিয়ে নানা অজানা তথ্য…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 19, 2022 | 8:30 AM

আকর্ষণের কেন্দ্রে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ে স্টোকসের সেই মহাকাব্যিক ইনিংস। ব্যক্তিগত মুহূর্তও তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে।

Follow Us

মুম্বাই : বেন স্টোকস (Ben Stokes)। আলাদা করে পরিচয় দেওয়ার হয়তো প্রয়োজন পড়ে না। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক সকলের কাছে জনপ্রিয় নন। তাঁকে ইগনোর করারও সাধ্য নেই ক্রিকেট প্রেমীদের। জীবনে নানা বিতর্ক রয়েছে। তেমনই নায়কোচিত কিছু পারফরম্যান্স। মানসিক স্বাস্থ্যের অধ্যায়। বাবার মৃত্যু। বখাটে ক্রিকেটার থেকে আজকের বেন স্টোকস হয়ে ওঠা। জানার মধ্যেও অনেক অজানা তথ্য রয়েছে বেন স্টোকসকে নিয়ে। সে গুলো ক্রিকেট প্রেমীদের মধ্যে পৌঁছে দিতেই আসছে বেন স্টোকসকে নিয়ে তথ্যচিত্র (Documentary)। যার নামটাও আকর্ষণীয়। ফিনিক্স ফ্রম দ্য অ্যাসেজ (Phoenix from the Ashes)।

 

আগামী ২৬ অগস্ট ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে আসতে চলেছে বেন স্টোকসকে নিয়ে এই বিশেষ তথ্যচিত্র। তাঁর জীবনের নানা ঘটনাই তুলে ধরা হয়েছে এতে। তথ্যচিত্রটির ট্রেলারও প্রকাশ পেয়েছে। যার মধ্যে ধরা পড়েছে এর বিষয়বস্তু। পাবে মারামারি থেকে শুরু করে মানসিক স্বাস্থের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি। পরিস্থিতির সঙ্গে লড়াই এবং প্রত্যাবর্তন। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হয়ে ওঠা। প্রথম সিরিজেই সাফল্য এনে দেওয়া, ভারতের বিরদ্ধে সিরিজ ড্র করা। ২০১৯ বিশ্বকাপ জয়ের মুহূর্ত। আকর্ষণের কেন্দ্রে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ে স্টোকসের সেই মহাকাব্যিক ইনিংস। ১১ নম্বর ব্যাটার জ্যাক লিচকে সঙ্গে নিয়ে অনবদ্য একটা জয় উপহার দেওয়া। বিশ্ব ক্রিকেটে টেস্টের আকর্ষণ বাড়ানো।

থাকছে অজানা অনেক তথ্যও। মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন্য বিরতি নিয়েছিলেন। সে সময় কীভাবে প্রত্যাবর্তনের লড়াই করেছেন স্টোকস? এমন অনেক প্রশ্নেরই জবাব পাওয়া যাবে এই তথ্যচিত্রে। ২৬ অগস্ট এক সঙ্গে ২৪০টির বেশি দেশে প্রকাশিত হতে চলেছে এই তথ্যচিত্র। অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড প্রাপ্ত ডিরেক্টর স্যাম মেন্ডেস এটি তৈরি করেছেন। বেন স্টোকসের জীবনের অনেক ব্যক্তিগত মুহূর্তও তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে।

মুম্বাই : বেন স্টোকস (Ben Stokes)। আলাদা করে পরিচয় দেওয়ার হয়তো প্রয়োজন পড়ে না। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক সকলের কাছে জনপ্রিয় নন। তাঁকে ইগনোর করারও সাধ্য নেই ক্রিকেট প্রেমীদের। জীবনে নানা বিতর্ক রয়েছে। তেমনই নায়কোচিত কিছু পারফরম্যান্স। মানসিক স্বাস্থ্যের অধ্যায়। বাবার মৃত্যু। বখাটে ক্রিকেটার থেকে আজকের বেন স্টোকস হয়ে ওঠা। জানার মধ্যেও অনেক অজানা তথ্য রয়েছে বেন স্টোকসকে নিয়ে। সে গুলো ক্রিকেট প্রেমীদের মধ্যে পৌঁছে দিতেই আসছে বেন স্টোকসকে নিয়ে তথ্যচিত্র (Documentary)। যার নামটাও আকর্ষণীয়। ফিনিক্স ফ্রম দ্য অ্যাসেজ (Phoenix from the Ashes)।

 

আগামী ২৬ অগস্ট ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে আসতে চলেছে বেন স্টোকসকে নিয়ে এই বিশেষ তথ্যচিত্র। তাঁর জীবনের নানা ঘটনাই তুলে ধরা হয়েছে এতে। তথ্যচিত্রটির ট্রেলারও প্রকাশ পেয়েছে। যার মধ্যে ধরা পড়েছে এর বিষয়বস্তু। পাবে মারামারি থেকে শুরু করে মানসিক স্বাস্থের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি। পরিস্থিতির সঙ্গে লড়াই এবং প্রত্যাবর্তন। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হয়ে ওঠা। প্রথম সিরিজেই সাফল্য এনে দেওয়া, ভারতের বিরদ্ধে সিরিজ ড্র করা। ২০১৯ বিশ্বকাপ জয়ের মুহূর্ত। আকর্ষণের কেন্দ্রে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ে স্টোকসের সেই মহাকাব্যিক ইনিংস। ১১ নম্বর ব্যাটার জ্যাক লিচকে সঙ্গে নিয়ে অনবদ্য একটা জয় উপহার দেওয়া। বিশ্ব ক্রিকেটে টেস্টের আকর্ষণ বাড়ানো।

থাকছে অজানা অনেক তথ্যও। মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন্য বিরতি নিয়েছিলেন। সে সময় কীভাবে প্রত্যাবর্তনের লড়াই করেছেন স্টোকস? এমন অনেক প্রশ্নেরই জবাব পাওয়া যাবে এই তথ্যচিত্রে। ২৬ অগস্ট এক সঙ্গে ২৪০টির বেশি দেশে প্রকাশিত হতে চলেছে এই তথ্যচিত্র। অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড প্রাপ্ত ডিরেক্টর স্যাম মেন্ডেস এটি তৈরি করেছেন। বেন স্টোকসের জীবনের অনেক ব্যক্তিগত মুহূর্তও তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে।

Next Article