India tour of England: মাঠে নামার আগেই বিরাট হুঙ্কার স্টোকসের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 28, 2022 | 3:51 PM

মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন।

India tour of England: মাঠে নামার আগেই বিরাট হুঙ্কার স্টোকসের
Image Credit source: TWITTER

Follow Us

 

বার্মিংহাম: দেখে নেব! এমনই মানসিকতা ইংল্যান্ড ক্রিকেট দলের। সদ্য ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ফলের চেয়েও নজরকাড়ার মতো তাদের জয়ের ধরণ। তিন টেস্টেই চতুর্থ ইনিংসে ২৫০-র বেশি রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। ওডিআই, টি ২০ মেজাজে ব্যাট করেছে তারা। প্রতিপক্ষ বদল হলেও খেলার ধরণ কিংবা মানসিকতা একই থাকবে, এমনটাই হুঙ্কার ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes)। শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট। গত সিরিজের অংশ এই ম্যাচ। গত বছর টি ২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে কোভিড হানা। ভারতীয় শিবিরে তৎকালীন কোচ রবি শাস্ত্রী সহ সাপোর্ট স্টাফের করোনা হওয়ায় টেস্টটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দুই বোর্ড। বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে।

গত সফরে ভারতের কোচ এবং অধিনায়ক ছিলেন রবি শাস্ত্রী, বিরাট কোহলি। এবার ভারতের কোচ রাহুল দ্রাবিড়। এজবাস্টন টেস্টে ভারকে নেতৃত্ব কে দেবেন, তা এখনও ধোঁয়াশাই। কোভিড হওয়ায় আইসোলেশনে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। একান্তই না খেলতে পারলে জসপ্রীত বুমরা কিংবা ঋষভ পন্থের মধ্যে কাউকে বেছে নেওয়া হতে পারে। অনুরোধ করা হতে পারে বিরাট কোহলিকেও। শুক্রবার ম্যাচ শুরু। এখনও অবধি রোহিতের ফিট হওয়ার অপেক্ষায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড শিবিরেও গত সিরিজের পরিস্থিতির বদল হয়েছে। জো রুট নেতৃত্ব ছেড়েছেন। কোচ করা হয়েছে প্রাক্তন কিউয়ি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামকে। তাঁর কোচিং এবং নেতা বেন স্টোকসের প্রথম টেস্ট সিরিজেই ৩-০ জয়। ভারতের বিরুদ্ধে গত সফরে ছিলেন না বেন স্টোকস। মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। এবার তিনি অধিনায়ক। এজবাস্টন টেস্ট নিয়ে বেন স্টোকস বলছেন, ‘ভরসা রাখুন, প্রতিপক্ষ যেই হোক, আমাদের খেলার ধরণ এবং মানসিকতা একটুও বদলাবে না। গত তিন ম্যাচে আমরা যেভাবে খেলেছি, ভারতের বিরুদ্ধেও সেভাবেই খেলব।‘

হেডিংলিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে প্রথম ইনিংসে ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩২৯-র জবাবে মাত্র ৫৫ রানে ৬ উইকেট হারিয়েছিল। সেখান থেকে প্রথম ইনিংসে ৩৬০ রান করে ইংল্যান্ড। অভিষেককারী জেমি ওভার্টনকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণের পথ বেছে নেন জনি বেয়ারস্টো। ১০০-র উপর স্ট্রাইকরেটে ১৬২ রান করেন বেয়ারস্টো। চতুর্থ ইনিংসে ২৯৬ রান তাড়া করতে নেমে ওভার প্রতি ৫-র বেশি রান তোলে বেয়ারস্টো-রুট জুটি।

স্টোকস আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর ফলের চেয়েও টেস্ট ক্রিকেটের প্রতি মানসিকতা বদলানোই প্রথম লক্ষ্য ছিল। দেশের হয়ে খেলা উপভোগ করার বার্তা দিয়েছিলাম। সাফল্য এমনিই আসবে। এত তাড়াতাড়ি ফল পাব ভাবিনি। অবিশ্বাস্য।‘

Next Article