Vijay Hazare Trophy 2022-23: টিম বন্ডিং বাড়াতে অভিনব ট্রেন যাত্রা মনোজদের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 05, 2022 | 11:57 PM

Bengal: প্লেয়াররা নিজেদের মধ্যে আড্ডা মারা, হই হুল্লোরের পাশাপাশি বোঝাপড়াও বাড়বে। 'টিম' হয়ে ওঠার ক্ষেত্রে এক সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো খুবই জরুরি।

Vijay Hazare Trophy 2022-23: টিম বন্ডিং বাড়াতে অভিনব ট্রেন যাত্রা মনোজদের
Image Credit source: CAB

Follow Us

কলকাতা : বহুদিন পর ট্রেনে সফর করতে চলেছে বাংলা সিনিয়র ক্রিকেট দল (Bengal)। বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy 2022-23) শুরু হচ্ছে। বাংলা রয়েছে এলিট গ্রুপ ই-তে। বাংলার প্রথম ম্যাচ ১২ নভেম্বর। বাংলার গ্রুপের খেলে পড়েছে রাঁচিতে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলার প্রথম প্রতিপক্ষ মুম্বই। রবি এবং সোমবার কলকাতায় ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার (CAB) দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। ৯ নভেম্বর রাঁচি যাবে বাংলা দল। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে গ্রুপ পর্বে অনবদ্য ক্রিকেট খেলেছে বাংলা দল। কোয়ার্টার ফাইনালে বোলিং ব্যর্থতায় হিমাচল প্রদেশের বিরুদ্ধে শেষ মুহূর্তে হার। বাংলার নজরে এ বার ঘরোয়া ওয়ান ডে প্রতিযোগিতা।

সাম্প্রতিককালে বাংলা সিনিয়র দল ট্রেনে করে কোথাও খেলতে যায়নি। অন্তত গত ১০ বছরের হিসেব ধরলে এমনটা বলাই যায়। কটক কিংবা রাঁচিতে ম্যাচ থাকলেও বিমানেই গিয়েছে বাংলা দল। একটা সময় ছিল, যখন সৌরভ গঙ্গোপাধ্যায়, দীপ দাশগুপ্তরা ওডিশা, ঝাড়খণ্ডের মতো কাছে কোথাও ম্যাচ থাকলে ট্রেনে চেপেই বাংলার হয়ে খেলতে যেতেন। সময়ের সঙ্গে সব বদল হয়। এখন জুনিয়র দল হোক কিংবা সিনিয়র, বিমানের ব্যবস্থাই করে বাংলা ক্রিকেট সংস্থা। দীর্ঘ সময় পর যেন সেই পুরনো দিনের স্বাদ।

বাংলা দলে মনোজ তিওয়ারির মতো ক্রিকেটার রয়েছেন। কোচ লক্ষ্মীরতন শুক্লা। বাংলা এবং জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন। মনোজ জাতীয় দলে খেলেছেন, বাংলা দলে এখনও দাপিয়ে খেলছেন। সঙ্গী মন্ত্রীত্বও সামলাচ্ছেন। বাংলা টিম ম্যানেজমেন্টের হঠাৎ কেন এমন সিদ্ধান্ত! এর দুটো দিক রয়েছে। ট্রেনে গেলে সময় কিছুটা বেশি লাগবে। সেই সময় টুকু টিমের মধ্যে বোঝাপড়া বাড়াতে সাহায্য করবে। কিছুক্ষেত্রে নেতিবাচকের মধ্যেও অনেক ইতিবাচক দিক থাকে। বিমানের টিকিটের যে চেষ্টা করা হয়নি, তা নয়। তবে বিমানের যে টিকিট পাওয়া যাচ্ছিল, সেই অনুযায়ী পৌঁছলে হোটেলে চেক ইন করতে রাত হয়ে যেত। তার চেয়ে ট্রেন সফর সময় মতো যেমন পৌঁছানো যাবে, তেমনই টিম বন্ডিং সেশন হিসেবেও কাজে লাগানো যাবে। প্লেয়াররা নিজেদের মধ্যে আড্ডা মারা, হই হুল্লোরের পাশাপাশি বোঝাপড়াও বাড়বে। ‘টিম’ হয়ে ওঠার ক্ষেত্রে এক সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো খুবই জরুরি।

Next Article