কলকাতা : ইডেনের পিচ শুধু বাংলার পেসারদের কাছেই অতি পরিচিত, তা নয়। কলকাতা নাইট রাইডার্সে খেলা ক্রিকেটাররাও এখানকার পিচ পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল। বাংলার পেসাররা যমন তার সুবিধা তুলেছেন, তেমনই উত্তরপ্রদেশেরও। রঞ্জি ট্রফির প্রথম দিন উত্তরপ্রদেশকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছিল বাংলা। যদিও ব্যাটিংয়ে একই সমস্যায় পড়ে বাংলাও। প্রথম দিনের শেষে মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল। দ্বিতীয় দিনও বোলারদের দাপট। কলকাতা নাইট রাইডার্সে খেলা শিবম মাভির আধডজন উইকেট, বাংলা মাত্র ১৬৯ রানেই অলআউট। প্রথম ইনিংসে পিছিয়ে পড়লেও বাংলাকে ম্যাচে রাখল বোলাররাই। দ্বিতীয় দিনের রিপোর্ট Tv9Bangla-য়।
বাংলা ব্যাটিংয়েও বোলারদের অবদান। সায়নশেখর মণ্ডল ২১, অধিনায়ক মনোজ তিওয়ারি ২৩ এবং উইকেটকিপার অভিষেক পোড়েল ৩৩ রান করেন। অলরাউন্ডার শাহবাজ আহমেদ ১৯ বলে ২১ রান করেন। বাংলা ইনিংসে সর্বাধিক রান পেসার আকাশ দীপের। মাত্র ৩০ বলে ৪১ রান করেন তিনি। বাংলার ইনিংস শেষ ১৬৯ রানে। শেষ দিকে কাউন্টার অ্যাটাকেই মন দেন শাহবাজ ও আকাশ দীপ। তা না হলে রানের ব্যবধান হয়তো আরও বাড়ত। প্রথম ইনিংসে ২৯ রানের লিড নেয় উত্তরপ্রদেশ। তাদের বোলারদের মধ্যে বাংলাকে সবচেয়ে সমস্যায় ফেললেন শিবম মাভি। ১৮.৩ ওভারে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। কেকেআরে খেলার সুবাদে এখানকার পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। সেই অভিজ্ঞতাই কাজে লাগালেন শিবম।
দ্বিতীয় ইনিংসেও উত্তরপ্রদেশ ইনিংসকে শুরুতেই ধাক্কা দেয় বাংলা বোলিং আক্রমণ। তৃতীয় ওভারেই প্রথম ধাক্কা ঈশান পোড়েলের। মাত্র ৪০ রানের মধ্যেই উত্তরপ্রদেশের ৪ উইকেট ফেলে দেন বাংলার পেসাররা। এর মধ্যে ঈশানের ২ উইকেট ছাড়াও একটি করে উইকেট নেন আকাশ দীপ ও সায়নশেখর মণ্ডল। যদিও শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় উত্তরপ্রদেশ। তাদের অভিজ্ঞ ব্যাটার রিঙ্কু সিং প্রথম ইনিংসেও নজর কেড়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও ভরসা দিচ্ছেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেটে ১২২ রান তুলে নিয়েছে উত্তরপ্রদেশ। ক্রিজে রয়েছেন রিঙ্কু সিং (৪৪) এবং অক্ষদীপ নাথ (৪৭)। সব মিলিয়ে ১৫১ রানের লিড তাদের। তৃতীয় দিন দ্রুত উত্তরপ্রদেশের ইনিংস গুটিয়ে দিতে না পারলে চাপ বাড়বে বাংলার।