রাঁচি : বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) হার দিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল বাংলা। মুম্বইয়ের কাছে হারের পর দুর্বল মিজোরামকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলা। তবে তুলনামুলক শক্তিশালী দল সামনে পড়তেই ফের হার। এ দিন মহারাষ্ট্রের কাছে ৩ উইকেটে হার বাংলার। সুদীপ ঘরামির শতরান, শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed) অর্ধশতরান, কোনওটাই কাজে লাগেনি। অন্য ম্যাচে, শতরানের ইনিংস খেলেন বাংলা থেকে ত্রিপুরায় সই করা ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। যদিও তাঁর দল ত্রিপুরা অল্পের জন্য হারল চন্ডীগড়ের কাছে।
মহারাষ্ট্রের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। চতুর্থ ওভারেই অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের উইকেট। দলীয় ৪৫ রানে ফেরেন অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারও। বাংলা মিডল অর্ডারের স্তম্ভ মনোজ তিওয়ারি এই ম্যাচে ভরসা দিতে পারলেন না। মাত্র ১ রানেই কট বিহাইন্ড মনোজ। বাংলা ইনিংসকে ভরসা দেন ওপেনার সুদীপ ঘরামি। ১৩২ বলে ১২৭ রানের ইনিংস খেলেন সুদীপ। অলরাউন্ডার শাহবাজ আহমেদ ৬৪ বলে ৬২ রান করেন। শেষ অবধি নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৯ রান করে বাংলা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেট বোলার হিসেবে যাওয়া বাঁ হাতি পেসার মুকেশ চৌধুরি ১০ ওভারে দুটি মেডেন সহ ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন।
বোর্ডে বড় রান থাকলেও তা কাজে লাগাতে পারল না বাংলার বোলিং লাইন আপ। শুরুতেই অবশ্য জাতীয় দলের প্লেয়ার রাহুল ত্রিপাঠিকে ফিরিয়ে বড় ধাক্কা দিয়েছিলেন গীত পুরি। ধীরে ধীরে ম্যাচে ফেরে মহারাষ্ট্র। বাংলাকে ব্য়াকফুটে ঠেলে দেন তাদের মিডল অর্ডার ব্য়াটসম্যান আজিম কাজি। মাত্র ৯৭ বলে ১০৬ রানের ইনিংস খেলেন। উল্টোদিক থেকে পরপর উইকেট হারানোয় ম্যাচ ক্রমশ রোমাঞ্চকর পরিস্থিতিতে দাঁড়ায়। শেষ ওভারের চতুর্থ বলে দলীয় ২৭৫ রানে ফেরেন আজিম। শেষ দু-বলে মহারাষ্ট্রের প্রয়োজন ছিল ৫ রান। বাংলা অবশ্য ডিফেন্ড করতে ব্যর্থ। শেষ বলে জয় মহারাষ্ট্রের।
অন্য ম্যাচে চন্ডীগড়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ত্রিপুরা অধিনায়ক ঋদ্ধিমান সাহা। ত্রিপুরার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৫ রান তোলে চন্ডীগড়। ব্যাটিংয়ে ত্রিপুরার শুরু একদমই ভালো হয়নি। মাত্র ৩২ রানে ৪ উইকেট হারায় ত্রিপুরা। জয়ের আশা জাগিয়ে তোলেন অধিনায়ক ঋদ্ধিমান সাহা। তিনি ১০৬ বলে ১০১ রানে ফেরেন। মিডল অর্ডারের আর এক ব্যাটসম্যান রজত দে ৭৮ রান করেন। যদিও জয়ের লক্ষ্য পেরোতে ব্যর্থ ত্রিপুরা। মাত্র ৪ রানে হার।