কলকাতা : উত্তরপ্রদেশের বিরুদ্ধে এ বারের রঞ্জি ট্রফি অভিযান শুরু করেছে বাংলা। ম্যাচে ওঠা নামা চলছেই। রঞ্জি অভিযানে তৃতীয় দিন ম্যাচে ফিরল বাংলা। এখনও জয় নিশ্চিত নয়। তবে তৃতীয় দিনের শেষে বলা যায়, বাংলার হার জিত নিজেদের হাতেই। আর সেদিকেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুই অভিজ্ঞ ব্যাটার। ম্যাচের প্রথম দিন বোলারদের সৌজন্যে অনবদ্য় শুরু করে বাংলা। যদিও উত্তরপ্রদেশের পেসার শিবম মাভির দাপটে প্রথম ইনিংসে লিড নিতে ব্যর্থ বাংলা। রিঙ্কু সিংদের সৌজন্যে দ্বিতীয় দিনও ব্যাকফুটেই ছিল। এখন অবশ্য জয়ের সম্ভাবনা প্রবল বাংলার। তৃতীয় দিনের রিপোর্ট Tv9Bangla-য়।
দ্বিতীয় দিনের শেষে সব মিলিয়ে ১৫১ রানের লিড নিয়েছিল উত্তরপ্রদেশ। রিঙ্কু সিংয়ের ৮৯ এবং অক্ষদীপ নাথের অর্ধশতরান (৫৩)। এ ছাড়া উত্তরপ্রদেশের আর কোনও ব্য়াটারকেই দাঁড়াতে দেয়নি বাংলা। শেষ দিকে শিবম শর্মা ২৬ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে উত্তরপ্রদেশকে ২২৭ রানেই আটকে রাখেন বাংলার বোলাররা। আকাশ দীপ ৩ উইকেট নেন। ঈশান পোড়েল, প্রিতম চক্রবর্তী, সায়নশেখর মণ্ডল ২টি করে উইকেট নেন। অলরাউন্ডার শাহবাজ আহমেদ নিয়েছেন ১ উইকেট।
বাংলার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের নিরিখে এই লক্ষ্যটা ছোট নয়। দ্বিতীয় ইনিংসে অবশ্য অনবদ্য ব্য়াটিং বাংলার। শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলার। ওপেনার অভিষেক দাসকে দ্রুত ফিরিয়ে ধাক্কা দেন সেই শিবম মাভি। কৌশিক ঘোষের সঙ্গে বড় জুটি গড়ার চেষ্টা করেন সুদীপ ঘরামি। দলীয় ৬১ রানে তাঁকেও ফেরান শিবম। বাংলার বিপর্যয় আসতে দেননি অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার। কৌশিকের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেছেন ৯৫ রান। বাংলার প্রয়োজন আরও ১০১ রান। দিনের শেষে বাংলার স্কোর ১৫৬-২। হাতে ৮ উইকেট। ক্রিজে দুই সেট ব্য়াটার কৌশিক ঘোষ (৬৯) ও অনুষ্টুপ (৪৪)। এখান থেকে জয়েরই অপেক্ষা।