Yudhajit Guha: ভারতীয় দলে অভিষেক বাংলার পেসারের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা জয়

Sep 23, 2024 | 7:37 PM

IND vs AUS, 2nd Youth ODI: জাতীয় দলে সুযোগ যেন সেই পথেই একধাপ এগনো। পথটা অনেক দীর্ঘ। শুরুটা হয়ে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন ম্যাচের যুব ওডিআই সিরিজ খেলছে ভারত-অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় ওডিআই-তে অভিষেক হল বাংলার পেসার যুধাজিৎ গুহর।

Yudhajit Guha: ভারতীয় দলে অভিষেক বাংলার পেসারের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা জয়
Image Credit source: CAB FILE

Follow Us

ভারতীয় ক্রিকেটে নতুন সেনসেশন হয়ে উঠবেন? তা অবশ্য ভবিষ্যৎ বলবে। তবে বাংলার পেসার যুধাজিৎ গুহ বয়সভিত্তিক স্তরে সাড়া ফেলে দিয়েছেন। উচ্চতা ৬.২ ফুট। নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। অনেকেই তাঁকে নিয়ে বলছেন, বাংলা থেকে নতুন বুমরা-সামি উঠে আসছে। জাতীয় দলে সুযোগ যেন সেই পথেই একধাপ এগনো। পথটা অনেক দীর্ঘ। শুরুটা হয়ে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন ম্যাচের যুব ওডিআই সিরিজ খেলছে ভারত-অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় ওডিআই-তে অভিষেক হল বাংলার পেসার যুধাজিৎ গুহর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাল্টি ফরম্যাট সিরিজ খেলবে ভারত। সিরিজ শুরু হয়েছে ওয়ান ডে ফরম্যাট দিয়ে। প্রথম ওয়ান ডে-তে ৮৪ বল বাকি থাকতেই ৭ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। বল হাতে নজর কেড়েছিলেন মহম্মদ এনান। ব্যাটিংয়ে ভরসা দিয়েছিলেন ক্যাপ্টেন মহম্মদ অমন ও কার্তিকেয়। দ্বিতীয় ম্যাচে একাদশে অন্তর্ভুক্তি বাংলার পেসারের। জয় এল আরও বড় ব্যবধানে।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ টস জিতে ব্যাটিং নেয়। ভারতের হয়ে অভিষেক হয় যুধাজিৎ গুহর। সামর্থ নাগরাজের সঙ্গে নতুন বলে জুটি গড়েন। অজি ইনিংস শেষ হয় তাঁর উইকেটেই। ৬.৩ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন যুধাজিৎ। তবে লাইন-লেন্থ এবং আগ্রাসনে নজর কেড়েছেন। লাল-বলে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ফলে টেস্ট ম্যাচ লাইন-লেন্থে বিব্রত করতে পারেন। সঙ্গে তাঁর বিষাক্ত ইয়র্কার। বৃহস্পতিবার তৃতীয় ওয়ান ডে। নজর থাকবে যুধাজিতের দিকে।

Next Article