কলকাতা: মরসুমের প্রথম টুর্নামেন্টেই বেশ ছন্দে বাংলা ক্রিকেট দল। মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির (Syed Mushtaq Ali Trophy) কোয়ার্টার ফাইনালে নামছেন অভিমন্যু ঈশ্বরণরা। প্রতিপক্ষ হিমাচল প্রদেশ। গ্রুপ পর্বে বেশ দাপুটে পারফর্ম করেছে লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) ছেলেরা। অন্য দিকে হিমাচল প্রদেশও চার ম্যাচ জিতে গ্রুপ পর্বে শীর্ষে শেষ করেছে। শক্তিশালী হিমাচলের বিরুদ্ধে মাঠে নামার আগে অবশ্য সতর্ক থাকছে বাংলা (Bengal) শিবির। সল্টলেকের ভিডিওকন মাঠে মুস্তাক আলির নক আউটের ম্যাচে নামছে বাংলা। ২০ ওভারের ফরম্যাটে যে কোনও দলই যে কোনও মুহূর্তে বেগ দিতে পারে। তাই সব দিক দিয়েই সতর্ক থাকছে বাংলা ক্রিকেট দল। শিবিরের হাল তুলে ধরল TV9Bangla।
গ্রুপ পর্বে চণ্ডীগড় ম্যাচ বাদে সবকটিতেই জিতেছে বাংলা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। ওডিশা, তামিলনাড়ু, সিকিম, ছত্তিশগড়কে হারায় বাংলা। দুরন্ত ছন্দে রয়েছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। ব্যাটিং-বোলিং অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাকে ভরসা দিচ্ছেন। অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, ঋত্বিক রায়চৌধুরী, অগ্নিভ পানের মতো একঝাঁক তরুণ ক্রিকেটাররা ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। দলে সে ভাবে হেভিওয়েট নাম না থাকলেও শাহবাজ, আকাশদীপ, মুকেশরাই এই দলের অস্ত্র।
হিমাচলের বিরুদ্ধে নামার আগে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘কোনও ম্যাচকেই আমরা সহজ ভাবে দেখছি না। কোনও প্রতিপক্ষই সহজ নয়। প্রতিটা ম্যাচই আমাদের কাছে কঠিন। মাঠে আমাদের সেরা একাদশ নামাব। আমাদের দলে ভারসাম্য রয়েছে। সকলেই একে অপরকে সাহায্য করে। প্রত্যেক ক্রিকেটারই নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায়। ওদের উপর আমার ভরসা রয়েছে।’ পিচ দেখেও খুশি বাংলার কোচ। ঘরের মাঠে খেলার সুবিধাকে কাজে লাগাতে তৎপর বঙ্গব্রিগেড। শাহবাজ, আকাশদীপরা মাঠে খেললেও, বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লাই যে দলের এক্স ফ্যাক্টর, তা ভালোই জানে প্রতিপক্ষ।