কলকাতা: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে জয় দিয়ে যাত্রা শুরু বাংলার। ইশান পোড়েলের আগুনে বোলিংয়ে চূর্ণ ওড়িশা। এলিট-বি গ্রুপের ম্যাচে ওড়িশাকে ৯ উইকেটে হারাল বাংলা। প্রথমে ব্যাট করে ১১৩ রান তোলে ওড়িশা। জবাবে ১২.২ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা।
বাংলার জার্সিতে এ দিন অভিষেক হল শুভঙ্কর বল আর কাইফ আহমেদের। বাংলার হয়ে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন শ্রীবৎস গোস্বামী। টসে জিতে ওড়িশাকে ব্যাট করতে পাঠান অনুষ্টুপ মজুমদার। ইশান পোড়েলের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ওড়িশার ব্যাটিং লাইনআপ। বল হাতে একাই ৪ উইকেট নেন ইশান পোড়েল। ২ উইকেট নেন আকাশদীপ ও মুকেশ কুমার। শাহবাজ আহমেদ ১টি উইকেট সংগ্রহ করেন। ১১৩ রানে অলআউট হয়ে যায় ওড়িশা। জবাবে ব্যাট করতে নেমে ১২.২ ওভারে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় বাংলা। ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন বিবেক সিং। ইনিংস সাজানো ছিল ২টি ছয় ও ৬টি চার দিয়ে। ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন নবাগত শুভঙ্কর বল। শ্রীবৎস গোস্বামী করেন ২৫ রান।
CAB President #AvishekDalmiya, Vice President #NareshOjha, Honorary Secretary #SnehasishGanguly, Jt Secretary #DebabrataDas & Treasurer #DebashishGanguly watching #Bengal‘s superlative display against #Odisha in their 1st match of #SyedMushtaqAliTrophy at JU campus ground today. pic.twitter.com/WJhTZFz1na
— CABCricket (@CabCricket) January 10, 2021
আরও পড়ুন:সিডনিই সবচেয়ে খারাপ জায়গা, বলছেন অশ্বিন
অন্য ম্যাচে ঝাড়খণ্ডকে ৬৬ রানে হারাল তামিলনাড়ু। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান তোলে দীনেশ কার্তিকের তামিলনাড়ু। সর্বোচ্চ ৯২ রান করেন হরি নিশান্ত। জবাবে ১২৩ রানে থেমে যায় ঝাড়খণ্ডের ইনিংস। বল হাতে ৩ উইকেট নেন তামিলনাড়ুর সোনু যাদব।