সিডনিই সবচেয়ে খারাপ জায়গা, বলছেন অশ্বিন
'অ্যাডিলেড বা মেলবোর্নে খারাপ কিছুর মুখোমুখি হতে হয়নি। আমার তো মনে হয় ওই দুটো জায়গা সিডনির মতো খারাপ নয়।' বলছেন ভারতীয় স্পিনার আর অশ্বিন।
সিডনি : এই প্রথম নয়, সিডনিতে এর আগেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছে ভারতীয় টিম। রবিবার ম্যাচের পর এমনই অভিযোগ তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। শনিবার তৃতীয় দিনের শেষে মাঠ থেকে ওঠার সময় জশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য এসেছিল গ্যালারি থেকে। যা নিয়ে ব্যাপক হইচই পড়ে যায়। ভারতীয় বোর্ডের তরফে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানানো হয়েছিল। এ দিন সকালেও গ্যালারির বেশ কিছু সমর্থককে মাঠের বাইরে বের করে দেওয়া হয়।
ভার্চুয়াল প্রেস মিটে অশ্বিন বলেছেন, ‘এই নিয়ে চতুর্থবার অস্ট্রেলিয়া সফরে এসেছি। সিডনিতে অতীতেও বেশ কয়েকবার খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে গ্যালারির লোয়ার টিয়ার থেকে কখনও না কখনও খারাপ কথা বলা হয়েছে প্লেয়ারদের উদ্দেশে। যে কারণে হয়তো প্লেয়াররাও পাল্টা কিছু বলেছে।’
This must be dealt with an iron fist and we must make sure it doesn’t happen again – @ashwinravi99 on the racial abuses being hurled at India players at the SCG#AUSvIND pic.twitter.com/Rlv9hMIHVq
— BCCI (@BCCI) January 10, 2021
চতুর্থ দিন প্রায় দশজনকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে। মাঠের দুই আম্পায়ার পল রাইফেল ও পল উইলসন ভারতীয় ক্রিকেটারদের বলেই দিয়েছিলেন, যদি আপত্তিকর কোনও মন্তব্য করা হয়, তা নিয়ে যেন সঙ্গে সঙ্গে অভিযোগ জানান তাঁরা। তাই করা হয়েছিল। অশ্বিনের কথায়, ‘যা ঘটেছে, তা কখনওই মেনে নেওয়া যায় না। সেই কারণেই ওই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা অভিযোগ জানিয়েছিলাম।’
এই সফরে অবশ্য় অ্যাডিলেড কিংবা মেলবোর্নে কোনও রকম খারাপ অভিজ্ঞতার শিকার হতে হয়নি ভারতীয়দের। অশ্বিন বলেওছেন, ‘অ্যাডিলেড বা মেলবোর্নে খারাপ কিছুর মুখোমুখি হতে হয়নি। আমার তো মনে হয় ওই দুটো জায়গা সিডনির মতো খারাপ নয়।’
আরও পড়ুন : তদন্তের পথে আইসিসি, ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া
একই সঙ্গে অশ্বিন প্রশ্ন তুলে দিয়েছেন, ‘মাঠে টানা যখন আমাদের উদ্দেশে খারাপ কথা বলা হচ্ছিল, তা শোনা সত্ত্বেও কেন নিরাপত্তা রক্ষীরা কোনও পদক্ষেপ নিচ্ছিলেন না, কে জানে! ২০১১ সালের সফরে আমাকেও এই রকম পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। বর্ণবিদ্বেষ কাকে বলে, আমি জানতামই না। কিন্তু অনুভব করেছিলাম, গ্য়ালারি থেকে উড়ে আসা নানা মন্তব্য থেকে দূরে থাকার জন্য বাউন্ডারি লাইন থেকে ১০ মিটার ভিতরে দাঁড়াতে হবে। যাতে ও সব এড়িয়ে যাওয়া যায়।’ অশ্বিন তো বটেই, ভারতীয় টিম ম্যানেজমেন্টও ভালো ভাবে নিচ্ছে না। শুধু তাই নয়, ক্রিকেট বিশ্বও পাশে দাঁড়াচ্ছেন বুমরা-সিরাজদের।