IPL 2024, CSK: IPLএ নামার আগে চ্যাম্পিয়ন ধোনির টিম! কী ভাবে জানেন?

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 11, 2024 | 7:30 PM

নির্বাচনের কথা মাথায় রেখে এখনও পর্যন্ত বিসিসিআই তিন রাউন্ডের খেলার সূচি প্রকাশ করেছে। ২২ মার্চ শুরু। গত মরসুমেই ধোনির সিএসকে (CSK) ম্যাচের সব টিকিট মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। এ বারও একই রকম তাগিদ দেখা যাবে। বিরাট কোহলির টিমের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচে নামবে চেন্নাই। তার আগেই 'চ্যাম্পিয়ন' ধোনির টিম। কী ভাবে জানেন?

IPL 2024, CSK: IPLএ নামার আগে চ্যাম্পিয়ন ধোনির টিম! কী ভাবে জানেন?
IPL 2024, CSK: IPLএ নামার আগে চ্যাম্পিয়ন ধোনির টিম! কী ভাবে জানেন?
Image Credit source: X

Follow Us

কলকাতা: বড় ম্যাচ কাকে বলে? যে ম্যাচ নিয়ে আলোচনা তুঙ্গে থাকে। যে ম্যাচ দেখার জন্য গণ-আগ্রহ তুমুল। যে ম্যাচের টিকিট পেতে মরিয়া হয়ে ওঠেন ভক্তরা। রবি-রাতেই হয়ে গেল কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই দেখার জন্য টিকিটের চাহিদা ছিল ব্যাপক। ম্যাচের আগে দীর্ঘ সর্পিল লাইই বলে দিয়েছিল, এই ম্যাচ দেখার জন্য কতটা মরিয়া দুই দলের সমর্থকরা। আইএসএলের ছবি যদি এই হয়, আইপিএলে (IPL) তা যে আরও মারাত্মক চেহারা নেবে, তাতে আর আশ্চর্য কী! মহেন্দ্র সিং ধোনির ম্যাচ থাকলে তো কথাই নেই। গত মরসুমেই ধোনির সিএসকে (CSK) ম্যাচের সব টিকিট মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। এ বারও একই রকম তাগিদ দেখা যাবে। বিরাট কোহলির টিমের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচে নামবে চেন্নাই। তার আগেই ‘চ্যাম্পিয়ন’ ধোনির টিম। কী ভাবে জানেন?

যে কোনও জনপ্রিয় খেলাতেই টিকিট বিক্রি হয় দু’ভাবে। খানিকটা অনলাইনে, বাকিটা অফলাইনে। অর্থাৎ, কাউন্টার থেকে যেমন টিকিট বিক্রি হয়, ঘরে বসে অনলাইনে তেমনই টিকিট কাটার সুযোগ থাকে ক্রীড়া প্রেমীদের। ক্রিকেট থেকে ফুটবল, সর্বত্রই একই ছবি। বিদেশে অবশ্য অফলাইনে টিকিট বিক্রি কার্যত হয় না। সবটাই চলে অনলাইনে। কিন্তু ভারতের মতো দেশে অফলাইনে এখনও সবচেয়ে বেশি ভরসা আমজনতার। আইপিএলের টিমগুলো তাই অফলাইনেই বেশি টিকিট বিক্রি করে। কেকেআরের ম্যাচ থাকলে মহমেডান মাঠের কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হয়। বুক মাই শো থেকে বিক্রি হয় অনলাইনে। ধোনির চেন্নাই প্রথম আইপিএল টিম হিসেবে অফলাইন ব্য়াপারটাই তুলে দিল। পুরো টিকিটই এ বার সিএসকে বিক্রি করবে অনলাইনে। ভারতীয় খেলায় যা বেশ বড় পদক্ষেপ। তপ্ত রোদে লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে টিকিট কেনার মতো দৃশ্য আর চেন্নাইয়ে দেখা যাবে না। পেটিএম ইনসাইডার থেকে বিক্রি করা হবে টিকিট।

নির্বাচনের কথা মাথায় রেখে এখনও পর্যন্ত বিসিসিআই তিন রাউন্ডের খেলার সূচি প্রকাশ করেছে। ২২ মার্চ শুরু। চেন্নাইয়ের এই পদক্ষেপ আগামী দিনে আইপিএলের ট্রেন্ড হতে চলেছে। সব টিমই খুব দ্রুত অনলাইন টিকিট বিক্রির পথেই হাঁটবে টিমগুলো। ক্রিকেটে বলা হয়, আজ ধোনি যা করেন, কাল করে ভারতীয় ক্রিকেট। সেই ধোনির টিম যে আইপিএলে নামার আগেই মাঠের বাইরে চ্যাম্পিয়ন হয়ে গেল, তাতে আর কোনও সন্দেহ নেই।

Next Article