কলকাতা: ৫ বলে পর পর ছয়ের কাহিনি এখন আইপিএলের ‘শোকেস’ হয়ে গিয়েছে। সাফাই কর্মীর উত্থানের গল্প যাঁরা বলেন, তাঁরাও তুলে ধরেন ওই সাফল্যই। ভুল তো বলেন না! এই একটা ইনিংসই ক্রিকেট প্রেমীদের হৃদয়ে জায়গা করে দিয়েছে রিঙ্কু সিংকে। গত বারের আইপিএলে ধূমকেতুর মতো উত্থান ছিল তাঁর। কলকাতা নাইট রাইডার্সকে সর্বোচ্চ সাফল্য হয়তো দিতে পারেননি, কিন্তু ব্যর্থতার মাঝে একা রিঙ্কুই ছিলেন স্বপ্নের নতুন মুখ। নিরাশও করেননি। ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এ বারের আইপিএলে কোন লক্ষ্য রাখছেন নিজের জন্য?
এ বারের আইপিএল সব দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাবে। জুন মাসের দিকে তাকিয়ে সব টিমই ঘর গুছিয়ে নিতে চাইছে। ভারতের পক্ষে অ্যাডভান্টেজ হয়ে উঠতে চলেছে আইপিএলের মতো টুর্নামেন্ট। জাতীয় নির্বাচকরা সম্ভাব্য দল সাজিয়ে ফেলেছেন। তাঁদের নিয়ে ধরমশালায় ফটোসেশনও হয়ে গিয়েছে। সেখানে ছিলেন রিঙ্কুও। অর্থাৎ, বিশ্বকাপের বিমানে যে তিনি চেপে বসছেন, তা নিয়ে কোনও দ্বিধা নেই। তবে প্রথম একাদশে কি জায়গা করে নিতে পারবেন উত্তরপ্রদেশের ক্রিকেটার? জাতীয় দলের হয়ে সম্প্রতি যে সব টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন রিঙ্কু, নিজেকে উজাড় করে দিয়েছেন। দলকে জয়ের রাস্তা দেখানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এমনকি, চাপের মুখে টিমকে ঠান্ডা মাথায় এগিয়েও নিয়ে গিয়েছেন। সেই রিঙ্কু কিন্তু এ বারের আইপিএলে অন্য রকম ভাবনা নিয়ে নামতে চান।
সিএসকে আইপিএলের অন্যতম সফল টিম। মুম্বইয়ের মতো ধোনির টিমই জিতেছে পাঁচটা আইপিএল খেতাব। ধোনির প্রভাব সারা বিশ্বের সমস্ত তরুণ ক্রিকেটারদের মধ্যে দেখা যায়। রিঙ্কু কিন্তু ধোনির মতো কেকেআরের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে চান। মাঠে ধোনি থাকা মানেই বিপক্ষের চিন্তার বিষয়। কিপিং থেকে ব্যাট হাতে যে কোনও সময় ঘুরিয়ে দিতে পারেন খেলা। ধোনির এই দিকটাই আয়ত্ত করতে চান রিঙ্কু। ধারাবাহিক সাফল্য পেতে হলে, তাঁকে নিয়মিত রানের মধ্যে থাকতে হবে। রিঙ্কুর সাম্প্রতিক সাফল্যের পর ধোনির সঙ্গে অনেকেই তাঁর তুলনা করছেন। ঠান্ডা মাথা, খেলার প্রতি আবেগ, ম্যাচ শেষ করার তাগিদ— এ সব রয়েছে রিঙ্কুর। সেই সঙ্গে বিপক্ষকে পড়ার চেষ্টা করতে চান রিঙ্কু। একটা বিষয় পরিষ্কার, আগামী দিনে রিঙ্কুকে আইপিএলে কেকেআরের ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে। তিনি যত তাড়াতাড়ি পরিণত হবেন, ততই টিমের পক্ষে লাভ। আর তাই রিঙ্কু ‘ধোনি’ হয়ে উঠতে চান।