ডিডিসিএকে বিস্ফোরক চিঠি বেদীর

sushovan mukherjee |

Dec 23, 2020 | 4:13 PM

ফিরোজ শাহ কোটলায় বেদীর নামে রয়েছে স্ট্যান্ড। ডিডিসিএ প্রেসিডেন্টকে চিঠি লিখে, সেখান থেকে নাম মুছতে বললেন বেদী। জানিয়ে দিলেন, সদস্যপদও ছাড়ছেন তিনি।

ডিডিসিএকে বিস্ফোরক চিঠি বেদীর
দিল্লি ক্রিকেট সংস্থার বিরুদ্ধে তোপ বিষেণ সিং বেদীর।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: প্রশাসকরা কি ক্রিকেটারদেরও আগে? এমনই অভিযোগ তুলে দিল্লি ক্রিকেট সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন বিষেণ সিং বেদী। ফিরোজ শাহ কোটলায় তাঁর নামে রয়েছে স্ট্যান্ড। ডিডিসিএ প্রেসিডেন্টকে চিঠি লিখে, সেখান থেকে নাম মুছতে বললেন বেদী। জানিয়ে দিলেন, সদস্যপদও ছাড়ছেন তিনি।

বেদী মানেই বিস্ফোরক মন্তব্য, নতুন বিতর্ক। তবে এ বার ভারতের প্রাক্তন বাঁ হাতি স্পিনারের অভিযোগ রীতিমতো নড়িয়ে দিয়েছে ক্রিকেটমহলকে। ডিডিসিএ-র প্রাক্তন প্রেসিডেন্ট ও রাজনীতিক অরুণ জেটলি মারা গিয়েছেন গত বছর। তাঁর নামে আগেই নতুন নামকরন করা হয়েছে ফিরোজ শাহ কোটলার। এ বার আবক্ষ মূর্তি বসছে জেটলির। যা নিয়ে ঘোর আপত্তি রয়েছে বেদীর। সেই সঙ্গে জেটলির ছেলে রোহন জেটলি এখন ডিডিসিএ-র প্রেসিডেন্ট। যা নিয়েও বিতর্ক তুলে দিয়েছেন তিনি।
বেদী নিজের পাঠানো চিঠিতে লিখেছেন, ‘আমি ধৈর্যশীল এবং আপসহীন বলে গর্ব আছে। কিন্তু এখন যা ঘটছে, তা মেনে নেওয়া কঠিন। সত্যি কথা বলতে কী, ডিডিসিএ-ই আমাকে বাধ্য করল এই সিদ্ধান্তটা নিতে। যে কারণে এখনকার প্রেসিডেন্টকে জানাচ্ছি, স্ট্যান্ড থেকে যত দ্রুত আমার নাম মুছে ফেলা হোক। সেই সঙ্গে ডিডিসিএ সদস্যপদও ছাড়ছি।’

আরও পড়ুন:দ্বিতীয় টেস্টেও নেই ওয়ার্নার

বেদী এই ব্যাপারে খুল্লামখুল্লা নিজের যাবতীয় মনোভাব পরিষ্কার করে দিয়েছেন। তাঁর কথায়, ‘আমি পুরোনো মনোভাবের ঠিকই, কিন্তু ভারতের প্রাক্তন ক্রিকেটার হিসেবে এখনও গর্ববোধ করি। চার দশক আগে খেলা ছাড়লেও নিজের অনুভূতিগুলো সম্পর্কে আজও ওয়াকিবহাল। অরুণ জেটলি মারা যাওয়ার পর তড়িঘড়ি ফিরোজ শাহ কোটলার নাম বদলে তাঁর নামে রাখা হল। এখন আবার ওঁর মূর্তিও বসছে। দুর্ভাগ্যের যেটা, ওই পুরোনো পন্থা মেনে এখনও কাজ চলছে।’

Next Article