Jasprit Bumrah: বিধ্বংসী জসপ্রীত বুমরা, গোল্ডেন ডাক কিংবদন্তি স্টিভ স্মিথ!

Nov 22, 2024 | 2:06 PM

IND vs AUS 1st Test: মাত্র ১৫০ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস। ক্যাপ্টেন বুমরা লোয়ার অর্ডারে ৮ রান করেন। স্কোরটা বড় নয়, তবে নীতীশ রেড্ডির সঙ্গে ছোট্ট জুটিটা গড়েছিলেন বলেই স্কোর ১৫০-তে পৌঁছেছে। বল হাতে বিধ্বংসী হয়ে উঠলেন বুমরা। একেবারে ক্যাপ্টেন্স পারফরম্যান্স।

Jasprit Bumrah: বিধ্বংসী জসপ্রীত বুমরা, গোল্ডেন ডাক কিংবদন্তি স্টিভ স্মিথ!
Image Credit source: Cricket Australia

Follow Us

এক ম্যাচের ক্যাপ্টেন! তাতে কী? রোহিত শর্মা পরবর্তী সময়ে হয়তো টেস্ট নেতৃত্ব দেওয়া হবে জসপ্রীত বুমরাকেই। এর আগে ইংল্যান্ডে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় প্রথম বার। পারথ টেস্টে টস জিতে ব্যাটিং নেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। যদিও পর্যাপ্ত রান ওঠেনি। মাত্র ১৫০ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস। ক্যাপ্টেন বুমরা লোয়ার অর্ডারে ৮ রান করেন। স্কোরটা বড় নয়, তবে নীতীশ রেড্ডির সঙ্গে ছোট্ট জুটিটা গড়েছিলেন বলেই স্কোর ১৫০-তে পৌঁছেছে। বল হাতে বিধ্বংসী হয়ে উঠলেন বুমরা। একেবারে ক্যাপ্টেন্স পারফরম্যান্স।

অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতা অনেক। ওপেনার নাথান ম্যাকসোয়েনিকে বাদ দিলে অভিজ্ঞতায় ভারতের বর্তমান টিমের চেয়ে অনেক এগিয়ে। তাদের দ্রুত অলআউট না করা গেলে ম্যাচে ফেরা কঠিন। বুমরা শুরু থেকে সেই কাজটাই চেষ্টা করলেন। অভিষেক ম্যাচ খেলতে নামা ওপেনার নাথান ম্যাকসোয়েনিকে ফেরান জসপ্রীত বুমরাই। বিরাট কোহলি ক্যাচ না ফসকালে দ্রুতই লাবুশেনকেও ফেরাতে পারতেন। দেরিতে হলেও দুর্দান্ত একটা ওভারে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে কাঁপুনি ধরালেন।

অজি ইনিংসের সপ্তম ওভার। চতুর্থ ডেলিভারি। বুমরার বোলিংয়ে আউট সাইড এজ লেগে সেকেন্ড স্লিপে বিরাট কোহলির হাতে। ১৯ বলে ৮ রানে ফেরেন খোয়াজা। এরপরই ক্রিজে প্রবেশ অস্ট্রেলিয়া তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথের। এই সিরিজে আলোচনার কেন্দ্রে দুই কিংবদন্তি বিরাট কোহলি ও স্টিভ স্মিথ। বিরাট ১২ বলে ৫ রান করেছিলেন। স্মিথকে সেই সুযোগও দিলেন না। ভেতরে আসা ডেলিভারিতে প্রথম বলেই তাঁকে লেগ বিফোরে ফেরালেন জসপ্রীত বুমরা। স্টিভ স্মিথ গোল্ডেন ডাক। এতটাই নিখুঁত ডেলিভারি, রিভিউ নেওয়ার আত্মবিশ্বাস ছিল না অজি শিবিরের।

মাত্র ১৯ রানেই তিন উইকেট হারায় অজিরা। সেই তিন উইকেটই বুমরার ঝুলিতে। যদিও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ এখনও অনেকটা লম্বা। বিধ্বংসী বুমরায় টপ অর্ডারে ধাক্কা লাগলেও উল্টোদিক থেকে সহযোগিতা প্রয়োজন। প্রথম স্পেলে ৬ ওভারে ২টি মেডেন সহ মাত্র ৯ রান দিয়ে তিন উইকেট।

Next Article