টেস্ট ক্রমতালিকা অনুযায়ী বিশ্বের এক নম্বর বোলার। সার্বিক ভাবে বলা যায়, তিন ফরম্যাটেই বিশ্বের সেরা পেসার এই মুহূর্তে জসপ্রীত বুমরাই। বছরের পর বছর তা প্রমাণ করে চলেছেন। এ বছরও দুর্দান্ত ফর্মে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কৃপণ বোলিং করেছিলেন জসপ্রীত বুমরাই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ক্লিন সুইপ হওয়ার পর অস্ট্রেলিয়ায় ব্যাপক চাপে ছিল ভারতীয় দল। ক্যাপ্টেন এবং বোলার, দুই ভূমিকাতেই দাপট দেখিয়েছেন বুমরা। পারথ টেস্ট জিতে সিরিজে এগিয়ে ভারত। তাঁকে নিয়ে মুগ্ধ অজি ক্রিকেটারও।
গত দুটি ফাইনালে ভারতের প্রধান মাথাব্যাথা ছিলেন ট্রাভিস হেড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত সংস্করণের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের অনবদ্য ইনিংসেই পিছিয়ে পড়ে ভারত। তেমনই গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালেও ভারতের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন হেড। পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে ঘুরে দাঁড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। জসপ্রীত বুমরার বোলিংয়ে মুগ্ধ অজি ব্যাটার ট্রাভিস হেড।
অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট শুক্রবার থেকে। প্রথম টেস্টে বুমরার পারফরম্যান্স ভারতকে ভরসা দিয়েছে। তেমনই অজি শিবিরে আতঙ্কও তৈরি করেছে। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার ট্রাভিস হেড বলছেন, ‘সম্ভবত সর্বকালের সেরা বোলার হিসেবেই অবসর নেবে জসপ্রীত বুমরা। আমরা এখন বুঝতে পারছি, ওকে ফেস করা কতটা কঠিন। এই চ্যালেঞ্জটা নিতে ভালোই লাগছে।’
হেড আরও যোগ করেন, ‘একটা সময় এই দিনগুলোর কথা ভাবব। নাতি-নাতনিদের গর্ব করে বলতে পারব, বুমরার মতো বোলারের ডেলিভারি সামলেছি। ওর বিরুদ্ধে খেলাটা উপভোগ করছি। আশা করছি, আরও কয়েকবার ওর বিরুদ্ধে খেলার সুযোগ পাব। চ্যালেঞ্জটা উপভোগ্য হবে।’