KL Rahul: ‘আগামী তিন থেকে পাঁচ বছর…,’ রাহুলকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর

Border-Gavaskar Trophy: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছিলেন। চোটে পুরো সিরিজে খেলা হয়নি। সদ্য ঘরের মাঠে দুই সিরিজে তেমন পারফরম্যান্স নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দিকে বেঞ্চেই কাটাতে হয়েছে। সামনে অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে রাহুলকে নিয়ে ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর! কী বলছেন?

KL Rahul: 'আগামী তিন থেকে পাঁচ বছর...,' রাহুলকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Nov 17, 2024 | 11:11 PM

লোকেশ রাহুলের সময়টা কি ভালো যাচ্ছে না? বলা যেতে পারে। ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন। কিন্তু এরপর থেকেই যেন অস্বস্তি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পারফরম্যান্স এবং ম্যাচের বাইরের ঘটনায় প্রবল অস্বস্তিতে ছিলেন। যে কারণে এ বার আর লখনউ সুপার জায়ান্টসে থাকেননি। মেগা অকশনে উঠবেন রাহুল। ভারতের টি-টোয়েন্টি দলে ব্রাত্য। টেস্টেও যে খুব ভালো পরিস্থতি, বলা যায় না। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছিলেন। চোটে পুরো সিরিজে খেলা হয়নি। সদ্য ঘরের মাঠে দুই সিরিজে তেমন পারফরম্যান্স নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দিকে বেঞ্চেই কাটাতে হয়েছে। সামনে অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে রাহুলকে নিয়ে ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর! কী বলছেন?

স্টারপ্লে-তে লোকেশ রাহুলের ভবিষ্যৎ বিচার করে জ্যোতিষী গ্রিনস্টোন লোবোর মতে, ক্রিকেট এবং জ্যোতিষ মনে করছে আগামী চার-পাঁচ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চলেছেন লোকেশ রাহুল! লোবো বলছেন, ‘একটা সময় লোকেশ রাহুলকে বড় প্রতিভা মানা হত। তবে এই মুহূর্তে তাঁর ব্যাটিংয়ে পুরনো ছাপ দেখতে পাওয়া যাচ্ছে না। ও নিজেও খুব ভালো চেষ্টা করছে না, বিপদ ডেকে এনেছে। সময়ের সঙ্গে সমস্যা বেড়েছে। প্রশ্ন হল, ও কি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আবারও সাফল্যের রাস্তায় ফিরতে পারবে? লোকেশ রাহুলের কি পুনর্জন্ম হবে?’

লোবো আরও যোগ করেন, ‘জ্যোতিষের দিক থেকে দেখা যাক। ওর রাশিফল দুর্দান্ত। গ্রহের হেরফেরে ওর মধ্যে বিরাট পরিবর্তন আসতে চলেছে। ও দ্রুতই যোগ্য প্লেয়ার হয়ে উঠবে। প্রতিপক্ষকে কুপোকাত করবে। রাহুলের সেরাটা আমরা দেখেছি। বিশ্বের বিভিন্ন দেশেই ভালো পারফর্ম করেছে। দাপটের সঙ্গে ব্যাট করেছে। এখন কেন ও চাপে? একটা সময় রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণদের সঙ্গেও এমনটা হয়েছিল। আত্মবিশ্বাস কম থাকলে পারফরম্যান্সে বিরাট ছাপ পড়ে। মানসিক ভাবেও ও চাপে রয়েছে। সেরা লোকেশ রাহুলকে পাওয়া এখনও বাকি রয়েছে। ও দ্রুতই নিজেকে মেলে ধরবে। প্রতিপক্ষকে হারিয়ে দেবে। প্রচুর রান করবে। টুর্নামেন্ট জিতবে। একটু ধৈর্য ধরলে, রাহুল দীর্ঘ সময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে।’