IPL 2023: ব্র্যাভোর রেকর্ড সঙ্কটে! উইকেট সংখ্যায় কে ছাপিয়ে যেতে পারেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 02, 2023 | 7:30 AM

Dwayne Bravo : আইপিএলের উদ্বোধনী সংস্করণ থেকেই খেলেছেন ব্র্যাভো। গত মরসুম অবধি খেলেছেন। ১৬১ ম্য়াচে ব্র্যাভো নিয়েছেন ১৮৩ উইকেট। কোনও ম্য়াচেই পাঁচ উইকেট নেওয়ার নজির নেই। তবে মিডল ওভারে পার্টনারশিপ ভাঙতে তাঁর যেন বিশেষ দক্ষতা ছিল। মোট ৩টি মেডেনও দিয়েছেন। ইকোনমি ৮.৩৮। ম্য়াচে ৪ উইকেট নিয়েছেন দু-বার।

IPL 2023: ব্র্যাভোর রেকর্ড সঙ্কটে! উইকেট সংখ্যায় কে ছাপিয়ে যেতে পারেন?
Image Credit source: IPL

Follow Us

কলকাতা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ চলছে। ব্যাট-বলের জোরদার লড়াই। অনেকেই প্লেয়ার হিসেবে এখন প্রাক্তন। নতুন অনেকেই উঠে আসছেন। আইপিএলের মঞ্চে চোখ ধাঁধানো পারফরম্য়ান্স করছেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের নজির দীর্ঘ সময় ধরেই ডোয়েন ব্র্যাভোর দখলে। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা বোলার একটা সময় আইপিএল দাপিয়েছেন। এখনও তিনি ক্রিকেটের সঙ্গেই যুক্ত। ডোয়েন ব্র্যাভো। তিনি এখন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ। ব্র্য়াভোর কোচিংয়ে ক্রমশ উন্নতি করছেন তুষার দেশপান্ডে, মাতিসা পাথিরানার মতো তরুণ পেসাররা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে ১৬১টি ম্য়াচে ১৮৩ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারি ডিজে ব্র্য়াভো। এ বার হয়তো তাঁর রেকর্ড ভেঙে যেতে পারে। অনেকেই রয়েছেন তালিকায়। কে আগে তাঁকে ছাপিয়ে যেতে পারবেন, সেটাই প্রশ্ন। বিস্তারিত TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের উদ্বোধনী সংস্করণ থেকেই খেলেছেন ব্র্যাভো। গত মরসুম অবধি খেলেছেন। ১৬১ ম্য়াচে ব্র্যাভো নিয়েছেন ১৮৩ উইকেট। কোনও ম্য়াচেই পাঁচ উইকেট নেওয়ার নজির নেই। তবে মিডল ওভারে পার্টনারশিপ ভাঙতে তাঁর যেন বিশেষ দক্ষতা ছিল। মোট ৩টি মেডেনও দিয়েছেন। ইকোনমি ৮.৩৮। ম্য়াচে ৪ উইকেট নিয়েছেন দু-বার।

ব্র্যাভোকে ছাপিয়ে যাওয়ার খুব কাছে রয়েছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ২০১৩ সাল থেকে আইপিএল খেলছেন চাহাল। ১৪০ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৭৮। ম্য়াচে ৫ উইকেট নিয়েছেন এক বার। চারটি করে উইকেট নিয়েছেন ৪ ম্য়াচে। এ বারের আইপিএলেও দারুণ ছন্দে রয়েছেন চাহাল। ৯ ম্য়াচে নিয়েছেন ১২টি উইকেট। ব্র্য়াভোকে ছাপিয়ে যেতে তাঁর প্রয়োজন আরও ৬টি উইকেট। এখনও বেশ কিছু ম্য়াচ বাকি রয়েছে। সব কিছু ঠিক থাকলে তিনিই হয়তো ব্র্য়াভোকে ছাপিয়ে আইপিএলে সর্বাধিক উইকেট শিকারি হতে পারেন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র। তাঁর পক্ষে এ মরসুমে ব্র্যাভোকে ছাপিয়ে যাওয়া অবশ্য অনেকটাই কঠিন। ১৬০ ম্য়াচে অমিত মিশ্রর উইকেট সংখ্যা ১৭২। ম্য়াচে সেরা পারফরম্য়ান্স মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট। আইপিএলের জন্মলগ্ন থেকেই খেলছেন অমিত মিশ্র। এ বারের আইপিএলে মাত্র ৬ ম্য়াচে খেলার সুযোগ পেয়েছেন। উইকেটও নিয়েছেন ৬টি। নিয়মিত সুযোগ পেলে হয়তো ব্র্যাভোকে ছাপিয়ে যেতে পারেন অমিতও।

Next Article