DHONI’S BIRTHDAY : এরপর কি কোচের ভূমিকায় ধোনি? অজি প্রাক্তনীর মন্তব্যে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jul 07, 2021 | 6:21 AM

প্রাক্তন অজি স্পিনারের দাবি, কোচ হিসেবেও দেখা যেতে পারে প্রাক্তন ভারত অধিনায়ককে।আর এরপরেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে হাত পাকাতে শুরু করবেন ধোনি।

DHONIS BIRTHDAY : এরপর কি কোচের ভূমিকায় ধোনি? অজি প্রাক্তনীর মন্তব্যে জল্পনা
ধোনিকে নিয়ে নতুন জল্পনা তৈরি করলেন ব্র্যাড হগ

Follow Us

চেন্নাইঃ ৪০ বছরে মহেন্দ্র সিংহ ধোনি(MAHENDRA SINGH DHONI)। দেশজুড়ে ভক্তদের একের পর এক উৎসবে মেতে ওঠা।গত বছর স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান প্রাক্তন ভারত অধিনায়ক। এখন ধোনির ক্রিকেট বলতে , চেন্নাই সুপারকিংসের(CHENNAI SUPER KINGS) সংসার। ধোনির ৪০তম জন্মদিনের(BIRTHDAY) প্রাক্কালে প্রাক্তন অজি ক্রিকেটার(CRICKETER) ব্র্যাড হগের(BRAD HOGG) মন্তব্য ‘অবসরের পরও কোনও না কোনওভাবে চেন্নাই সুপারকিংসের সঙ্গেই থাকবেন মাহি। কারন চেন্নাই ফ্র্যাঞ্চাইজিদের কাছে মহারাজের সম্মান পান।’

ব্র্যাড হগ জানান, চেন্নাই সুপারকিংস ফ্র্যাঞ্চাইজি মালিকদের চোখের মনি ধোনি। তাই ধোনি যদি আইপিএল থেকেও অবসর নেয়, তারপরেও তিনি চেন্নাই সুপারকিংসের সঙ্গে জুড়ে থাকবেন। প্রাক্তন অজি স্পিনারের দাবি, কোচ হিসেবেও দেখা যেতে পারে প্রাক্তন ভারত অধিনায়ককে।আর এরপরেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে হাত পাকাতে শুরু করবেন ধোনি। আজ ধোনির জন্মদিন। সেই জন্মদিনেই হগের এই দাবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে ধোনির ক্রিকেটোত্তর কেরিয়ার নিয়ে।

সত্যি তো, চেন্নাই সুপারকিংসের হলুদ জার্সিতে তো কম সাফল্য পাননি ধোনি। প্রথম থেকেই অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ১৪ বছর ধরে।মাঝের কয়েকবছর অবশ্য সিএসকে নির্বাসিত থাকায় অন্য দলে নাম লেখাতে বাধ্য হয়েছিলেন দুটি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। চেন্নাই সুপারকিংসের অধিনায়ক হিসেবেও তাঁর সাফল্য তো কম নয়। ৩ বার আইপিএল জিতেছেন। ২০১০ ও ২০১৪ সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ খেতাব। চেন্নাই সুপারকিংসের ঘরের ছেলে বলেই ধোনিকে চেনে সবাই।

তবে ধোনির ৪০তম জন্মদিনের মূহুর্তে কোচ ধোনি নিয়ে জল্পনা উস্কে দিয়ে  ভারতীয় ক্রিকেটে নতুন তর্কের ইন্ধন দিলেন হগ।

Next Article