Border-Gavaskar Trophy: স্মিথদের প্রত্যাবর্তন হবেই, কারা করছেন এমন ভবিষ্যদ্বাণী?
IND vs AUS, BGT 2023: প্রথম দুই টেস্টে অজিরা সে ভাবে পারফর্মই করতে পারেননি। যে কারণে প্রবল ভাবে সমালোচনার মুখে পড়েছে অস্ট্রেলিয়ান টিম। সেখান থেকে এ বার ঘুরে দাঁড়াতে মরিয়া স্টিভ স্মিথরা (Steve Smith)। কী ভাবে ঘুরে দাঁড়াতে পারে টিম?
নয়াদিল্লি: ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বর্ডার গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম দুই টেস্টে অজিরা সে ভাবে পারফর্মই করতে পারেননি। যে কারণে প্রবল ভাবে সমালোচনার মুখে পড়েছে অস্ট্রেলিয়ান টিম। সেখান থেকে এ বার ঘুরে দাঁড়াতে মরিয়া স্টিভ স্মিথরা (Steve Smith)। কী ভাবে ঘুরে দাঁড়াতে পারে টিম? প্রাক্তন কোচ থেকে প্লেয়ার, প্রত্যেকেই অস্ট্রেলিয়াকে উপদেশ দিয়েছেন। কেউ বলেছেন, অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত প্যাট কামিন্সের। কেউ আবার বলছেন, পরাজয় থেকে শিক্ষা নিয়ে তৃতীয় টেস্টে মাঠে নামতে। এত কিছুর মধ্যেও বেশ আশাবাদী শোনাচ্ছে দুই প্রাক্তন অজি ক্রিকেটারকে। কী বললেন তাঁরা? কারা দিচ্ছেন পরামর্শ? রইল বিস্তারিত TV9 Banglaয়।
প্রাক্তন অজি ফাস্ট বোলার মাইকেল ক্যাস্প্রোভিচ ও ব্রেট লি-র বক্তব্যে আশার আলো দেখা যাচ্ছে। দ্বিতীয় টেস্টে মাত্র একজন ফাস্ট বোলার নিয়ে দল সাজিয়েছিলেন কামিন্স। তিনি নিজে একাই সামলে নেবেন, ভেবেছিলেন। কিন্তু পারেননি। প্রাক্তন পেসার কাস্প্রোভিচ চান সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়। তাই তিন পেসার নিয়ে ইন্দোরের মাঠে নামার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, অস্ট্রেলিয়ার উচিত মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন এবং স্কট রোল্যান্ডকে নিয়ে তৃতীয় টেস্টে মাঠে নামা। অস্ট্রেলিয়ার প্রধান অস্ত্র ফাস্ট বোলিংকেই কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।
অন্য দিকে, স্টিভ স্মিথকে নিয়ে আশাবাদী আর এক প্রাক্তন পেসার ব্রেট লি। নিজের সময়ে ব্যাটারদের ত্রাস ছিলেন ৪৬ বছরের এই তারকা পেসার। লি বলেছেন, “নাগপুর টেস্টে সবচেয়ে বদ্ধপরিকর দেখিয়েছে স্মিথকে। অন্যান্য ব্যাটারদের থেকে বাড়তি দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছিল। আমি ওর কাছ থেকে ইন্দোরে বড় রানের ইনিংস আশা করছি। আমি চাই, তৃতীয় টেস্টে স্মিথ সেঞ্চুরি করুক।”
তৃতীয় টেস্টে নামার আগে কিন্তু গিয়ে বেশ চাপে পড়েছে অজি ক্রিকেট বোর্ড। পারিবারিক কারণে অধিনায়ক কামিন্স দেশে ফিরেছেন। অ্যাস্টন অ্যাগার, জশ হ্যাজলউড, ডেভিড ওয়ার্নারও দেশে ফিরেছেন। তাই টালমাটাল অবস্থা অস্ট্রেলিয়ার। প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে দলের দায়িত্বও পেয়েছেন। পরিসংখ্যান বলছে অধিনায়ক হিসেবে বেশ সফল তিনি। তাই হয়তো ব্রেট লি তাঁর থেকে একটি বড় ইনিংস চাইছেন। সব মিলিয়ে চরম উত্তেজনার সৃষ্টি করেছে আগামীকাল থেকে শুরু হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট।