Jasprit Bumrah: বুমরাকে কেন তিন ফর্ম্যাটে বেশি দিন দেখছেন না থমসন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 29, 2022 | 2:55 PM

Jeff Thomson: তা হলে কি সাদা বলের ক্রিকেট থেকে সরে যাওয়া উচিত বুমরার? ৫১ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া থমসন কিন্তু বলছেন...

Jasprit Bumrah: বুমরাকে কেন তিন ফর্ম্যাটে বেশি দিন দেখছেন না থমসন?
Image Credit source: twitter

Follow Us

পারথ: টানা ক্রিকেট খেলার ধকল যদি নিতে হয়, তা হলে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) খুব বেশি তিনটে ফর্ম্যাটে সমান তালে খেলতে পারবেন কিনা সন্দেহ। একের পর এক চোট ভারতীয় পেসারকে বিব্রত করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকেও চোটের কারণে ছিটকে গিয়েছেন তিনি। কিন্তু পুরোপুরি ফিট হওয়ার আগেই আবার ক্রিকেটে ফেরার খেসারত দিতে হয়েছে তাঁকে এবং ভারতীয় টিমকে। চোট প্রবণতা কেন বাড়ছে বুমরার, তা নিয়ে প্রশ্ন উঠছে। তারই মধ্যে জেফ থমসনের (Jeff Thomson) মতো প্রাক্তন পেস বোলার বলে দিচ্ছেন, যদি এমন চলতে থাকে, খুব বেশি দিন তিনটে ফর্ম্যাটে সমান তালে খেলতে পারবেন না বুমরা। কী বললেন থমসন, তুলে ধরল TV9 Bangla

সাত ও আটের দশকে বিশ্ব ক্রিকেটে ত্রাস ছিলেন থমসন। তীব্র গতির কারণে যে কোনও প্রতিপক্ষ ব্যাটার তাঁকে নিয়ে ভাবতে বাধ্য হয়েছেন। কোনও পেসারের পক্ষে সেরা ফর্মে দীর্ঘদিন খেলা চালিয়ে যাওয়া যে কতটা কঠিন, খুব ভালো করে জানেন থমসন। যে কারণে তিনি বলে দিচ্ছেন, ‘বুমরার শরীরের ওজন বেশি। টানা তিনটে ফর্ম্যাটে খেলার জন্য চোট পেয়ে যাচ্ছে। এখন ওকেই ঠিক করতে হবে, কী করবে। ভারতীয় জনতা ওকে টি-টোয়েন্টি, ওয়ান ডে-তে খেলতে দেখতে চায়। একটা ফর্ম্যাটে ২৪টা বল করতে হয়। আর একটা ফর্ম্যাটে ৬০ বল। কিন্তু টেস্ট ক্রিকেটে যে কোনও পেসারকে কিন্তু দিনে অন্তত ১৫ ওভার বল করতে হয়। এখন প্রতি বছর বিশ্বকাপ হয়। তাই সাদা বলের গুরুত্ব অনেকটা কমেছে। একটা জিনিস ভুললে চলবে না। এখন ক্রিকেটের যা পরিস্থিতি, যে কোনও বোলার একটা দশক হয়তো সেরা ফর্মে বল করতে পারবে। লম্বা সময় খেলতে হলে কেমন ট্রেনিং দরকার, সেটা ঠিক করতে হবে।’

তা হলে কি সাদা বলের ক্রিকেট থেকে সরে যাওয়া উচিত বুমরার? ৫১ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া থমসন কিন্তু বলছেন, ‘যদি ও মনে করে সাদা বলের ক্রিকেট খেলবে, দেশকে বিশ্বকাপ জেতাবে, তা হলে কেন সাদা বলের ক্রিকেট থেকে সরবে। একটা জিনিস পরিষ্কার, তিনটে ফর্ম্যাটে যে ওর পক্ষে খেলা সম্ভব নয়, তার প্রমাণ কিন্তু পাওয়া গিয়েছে। আবেগ দিয়ে ভাবলে চলবে না, বুমরাকে ভাবতে হবে যুক্তি দিয়ে।’

পেস বোলিংয়ের মান যে আগের থেকে পড়েছে, তা মেনে নিচ্ছেন থমসন। ইয়র্কার এখনকার ক্রিকেটে পেস বোলারদের অন্যতম অস্ত্র। থমসন যা নিয়ে বলে দিচ্ছেন, ‘আমি খুব ভালো করে জানি, ইয়র্কার ক্রিকেটের সেরা বল। তাই যদি হবে, প্রতি ওভারে কেন বোলাররা ৪-৫টা করে ইয়র্কার দেয় না? দেয় না কারণ, ইয়র্কারের বদলে হাফভলি কিংবা লোপ্পা কোনও বল হয়ে যেতে পারে, যা সহজে মারবে ব্যাটাররা। এই কারণেই বোলারদের সঠিক লেন্থে বল করা উচিত।’

Next Article