কলকাতাঃ মাসখানেক হয়েছে বাংলার (Bengal) সিনিয়র দলের জন্য নতুন নির্বাচক কমিটি হয়েছে। ২জন নতুন নির্বাচক এসেছে সিএবির(Cricket Association of Bengal) নির্বাচন কমিটিতে। কিন্তু নতুন নির্বাচকদের নাম কি এখনও রপ্ত করতে পারেনি বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা? মঙ্গলবার নিজেদের নির্বাচকের নামই ভুল লিখল সিএবি!
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। সৈয়দ মুস্তাক আলি টি ২০ (Syed Mustaq Ali T20) টুর্নামেন্টে বাংলা বনাম ঝাড়খন্ড ম্যাচ দেখতে হাজির ছিল বাংলার সিনিয়র দলের নির্বাচক কমিটি। চেয়ারম্যান শুভময় দাস, অজয় দাসের সঙ্গে হাজির ছিলেন নতুন দুই নির্বাচক অলোকেন্দু লাহিড়ি ও প্রবাল দত্ত। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিএবি। সেখানে নির্বাচক অলোকেন্দু লাহিড়ির (Alokendu Lahiri) নাম বদলে হয়ে গেল অখিলেন্দু লাহিড়ি!
বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার এই ভুল দেখে অবাক অনেকেই। বাংলার রঞ্জি দলে একসময় ব্যাট হাতে ভরসার নাম ছিলেন অলোকেন্দু। পরিচিত এই ক্রিকেটার এখন নির্বাচক। কিন্তু তাঁর নাম কিভাবে ভুল করল সিএবি? নেটিজেনদেের মধ্যে যখন এই নিয়ে আলোচনা শুরু হয়েছে,তখনই তড়িঘড়ি তা পরিবর্তন করল সিএবি।
তবে ভুল মেরামতি করতে সিএবির সময় লেগেছে বেশ কিছুক্ষণ। ততক্ষণে বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছে গিয়েছিল সেই ভুল!