IND vs AUS, BGT 2023 : আমেদাবাদে সেঞ্চুরি ক্যামেরন গ্রিনের, দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত উইকেটহীন ভারত!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 10, 2023 | 12:52 PM

Cameron Green Test Century: উসমান খোয়াজার পর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে আরও একটি সেঞ্চুরি।

IND vs AUS, BGT 2023 : আমেদাবাদে সেঞ্চুরি ক্যামেরন গ্রিনের, দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত উইকেটহীন ভারত!
Image Credit source: Twitter

Follow Us

আমেদাবাদ: ইন্দোর টেস্টের জয় অক্সিজেন জুগিয়েছিল। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ তথা শেষ টেস্টেও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগোচ্ছে অস্ট্রেলিয়া। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথমদিনই দেখেছিল ওপেনার উসমান খোয়াজার ঝকঝকে শতরান। দ্বিতীয় দিনেও ভারতীয় শিবিরে উপর পাহাড়প্রমাণ চাপ বাড়িয়ে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। টেস্ট ফরম্যাটে গ্রিনের প্রথম শতরান। শুধু টেস্ট নয়, আন্তর্জাতিক ক্রিকেটে অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের এটাই প্রথম শতরান। লাঞ্চ পর্যন্ত ১৩৫ বলে ৯৫ রানে ছিলেন গ্রিন। বিরতির পর মাঠে নেমে শতরান পূর্ণ করেন। এদিকে ১৫০ রানের গণ্ডি অতিক্রম করে ফেলেছেন গতকালে শতরানকারী উসমান খোয়াজাও (Usman Khawaja)। দুইয়ের ব্যাট, আমেদাবাদ টেস্টে ভারতীয় বোলারদের ব্যপক চাপে ফেলে দিয়েছে। প্রথম ইনিংসের প্রথম দিনে চারটি উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজ বিরতি পর্যন্ত কোনও উইকেট ফেলতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজারা। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

৪ উইকেট হারিয়ে ২৫৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। প্রথমদিনের সেঞ্চুরিয়ান উসমান খোয়াজা অপরাজিত ছিলেন। ৪৯ রানে ব্যাট করছিলেন ক্যামেরন গ্রিন। শুক্রবার দ্বিতীয় দিনের শুরু থেকেই দাপট বজায় রইল অস্ট্রেলিয়ার ব্যাটারদের। দ্বিতীয় দিনের শুরুতেই মাঠে নেমেই অর্ধশতরান পূর্ণ করে নেন গ্রিন। এরপর খোয়াজার সঙ্গে জুটি বেঁধে লাঞ্চের আগেই অস্ট্রেলিয়ার ইনিংসকে সাড়ে তিনশোর কাছাকাছি নিয়ে যান। এরই মধ্যে দেড়শতরান পূর্ণ করে নেন খোয়াজা। ৩৪৬ বলে দেড়শো রান। দ্বিশতরানের দিকে এগোচ্ছেন তিনি। ১৪৩ বলে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করে ফেললেন গ্রিন। জাডেজা বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করে নেন। খোয়াজা-গ্রিন জুটির উপর ভর করে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই সাড়ে তিনশোর রান। দ্রুত এই জুটিকে ভাঙতে না পারলে রোহিত শর্মার কপালের ভাঁজ দ্বিগুণ হবে।

চলতি বর্ডার-গাভাসকর সিরিজের এটি তৃতীয় শতরান। নাগপুরে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। মাঝের দুটি টেস্টে দুই তরফেই শতরানের দেখা মেলেনি। সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে এখনও পর্যন্ত দুটি শতরান। জোড়া শতরানে ভর করে বড় রানের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া। লাঞ্চ পর্যন্ত ২৯০ বলে ১৭৭ রানের পার্টনারশিপ এই জুটির।

Next Article