Ashwin Replacement: অসুস্থ মায়ের পাশে অশ্বিন, রাজকোট টেস্টে ভারত কি পরিবর্ত নিতে পারবে? নিয়ম কী বলছে!

Feb 17, 2024 | 2:43 AM

India vs England 3rd Test: ব্যক্তিগত কারণে এই সিরিজে নেই বিরাট কোহলি। শ্রেয়স আইয়ারও ছিটকে গিয়েছেন। লোকেশ রাহুল নেই এই ম্যাচে। অভিজ্ঞ প্লেয়ারের নেইয়ের সংখ্যা দীর্ঘ। তবে অশ্বিনের না থাকাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। স্বাভাবিক ভাবেই অনেকের মধ্যে কৌতুহল, এই টেস্টের বাকি সময়ের জন্য কি অশ্বিনের পরিবর্ত নেওয়া সম্ভব? আইসিসির নিয়ম অনুযায়ী, ভারত পরিবর্ত নিতে পারবে, তবে সেটা পূর্ণ পরিবর্ত নয়। বিষয়টা কী?

Ashwin Replacement: অসুস্থ মায়ের পাশে অশ্বিন, রাজকোট টেস্টে ভারত কি পরিবর্ত নিতে পারবে? নিয়ম কী বলছে!
Image Credit source: ICC

Follow Us

রবিচন্দ্রন অশ্বিনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। আর সেটাও আশঙ্কার। ম্যাচের মাঝপথে অশ্বিন দল ছাড়ছেন মানে যে বিষয়টি খুবই গুরুতর, বুঝতে অসুবিধা হয় না। বোর্ডের তরফে জানানো হয়েছে, পরিবারে মেডিক্যাল এমারজেন্সির জন্য দল ছেড়েছেন অশ্বিন। আসলে অশ্বিনের মা অসুস্থ। আর এই সময় পরিবারের পাশে থাকাটাই যে একজন দায়িত্ববান মানুষের কর্তব্য, বলতে কোনও দ্বিধা নেই। অন্য আঙ্গিকে ভাবলে, টিম ইন্ডিয়াও এখন গভীর সঙ্কটে। আচ্ছা, ভারত কি অশ্বিনের পরিবর্ত নিতে পারবে? নিয়ম কী বলছে! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ব্যক্তিগত কারণে এই সিরিজে নেই বিরাট কোহলি। শ্রেয়স আইয়ারও ছিটকে গিয়েছেন। লোকেশ রাহুল নেই এই ম্যাচে। অভিজ্ঞ প্লেয়ারের নেইয়ের সংখ্যা দীর্ঘ। তবে অশ্বিনের না থাকাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। স্বাভাবিক ভাবেই অনেকের মধ্যে কৌতুহল, এই টেস্টের বাকি সময়ের জন্য কি অশ্বিনের পরিবর্ত নেওয়া সম্ভব? আইসিসির নিয়ম অনুযায়ী, ভারত পরিবর্ত নিতে পারবে, তবে সেটা পূর্ণ পরিবর্ত নয়। বিষয়টা কী?

কোনও প্লেয়ারের মাথায় গুরুতর চোট লাগলে কনকাশন পরিবর্ত নেওয়া যায়। তবে সেটা লাইক টু লাইক পরিবর্ত হতে পারে। অর্থাৎ অশ্বিন যদি কনকাশনের কারণে ছিটকে যেতেন, সেক্ষেত্রে কোনও স্পিন বোলিং অলরাউন্ডার নেওয়া যেত। আরও পরিষ্কার করে বললে, অক্ষর প্যাটেল কিংবা ওয়াশিংটন সুন্দরকে নেওয়া যেত। যাঁকেই নেওয়া হত, তিনি বাকি প্লেয়ারদের মতো ব্যাটিং-বোলিংও করতে পারতেন। তেমনই কোভিডের সময় আইসিসির নিয়ম ছিল, কোনও প্লেয়ার পজিটিভ হলে তাঁর পরিবর্ত নেওয়া যেত। যে সবই করতে পারতেন। কিন্তু এ ক্ষেত্রে কোনও নিয়ম খাটছে না।

ভারতীয় বোর্ডের তরফে যে মেইল করা হয়েছে, সেই অনুযায়ী এই ম্যাচ থেকে পুরোপুরি সরে দাঁড়িয়েছেন অশ্বিন। ধরা যাক, অশ্বিনের পারিবারিক সমস্যা দ্রুত মিটে গেল এবং তিনি ফের ম্যাচের মাঝেই টিমে ফিরে এলেন। তাতে কোনও সমস্যা নেই। সেই সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে এই টেস্টের বাকিটা ভারতকে ১০ জনেই খেলতে হবে। পরিবর্ত হিসেবে যাকে নামানো যাবে, তিনি শুধুই ফিল্ডিং করতে পারবেন। ব্যাটিং বা বোলিং করতে পারবেন না।

কম্বিনেশন অনুযায়ী, ভারতের কাছে বাকি রইলেন চার বোলার। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব। চার বোলার নিয়ে টেস্ট জেতা কঠিন। এমনকি প্রথম দু-দিনের যা পরিস্থিতি, তাতে এই ম্যাচে ব্যাকফুটে ভারত। ম্যাচের এখনও তিনদিন বাকি। সুতরাং, চার বোলারের পক্ষে টানা স্পেল করা চ্যালেঞ্জিং। প্র্যাক্টিসে দেখা যায়- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিলরা বোলিং করেন। ম্যাচেও পার্টটাইম বোলার দেখা যেতে পারে এ বার।

Next Article