Sarfaraz Khan: এক টেস্ট খেলে রাতারাতি কোটিপতি সরফরাজ খান

Feb 17, 2024 | 8:30 AM

দীর্ঘ প্রতীক্ষার পর এখন মুম্বইয়ের ছেলে মুক্ত বিহঙ্গ। টেস্ট অভিষেক হয়েছে সরফরাজের। বাবাই তাঁর প্রথম ক্রিকেটের শিক্ষক। একটা সময় সংসার চালাতে লোকাল ট্রেনে শসা বিক্রি করেছেন নওশাদ খান। তারপর রোজগার বাড়ানোর জন্য ট্রেনে ট্র্যাক প্যান্ট বিক্রিও করেছেন নওশাদ। দুই ছেলের তাও কখনও কোনওভাবে ক্রিকেট খেলা বন্ধ করেননি নওশাদ।

Sarfaraz Khan: এক টেস্ট খেলে রাতারাতি কোটিপতি সরফরাজ খান
এক টেস্ট খেলে রাতারাতি কোটিপতি সরফরাজ খান
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই… এ প্রবাদ অনেকেই নিজের জীবনে মেনে চলেন। কিন্তু ভাগ্য কখন কাউকে রাতারাতি কোটিপতি বানিয়ে দেয়, কেউ বলতে পারে না। বস্তি থেকে উঠে আসা সরফরাজ খানের (Sarfaraz Khan)। দীর্ঘ প্রতীক্ষার পর এখন মুম্বইয়ের ছেলে মুক্ত বিহঙ্গ। টেস্ট অভিষেক হয়েছে সরফরাজের। বাবাই তাঁর প্রথম ক্রিকেটের শিক্ষক। একটা সময় সংসার চালাতে লোকাল ট্রেনে শসা বিক্রি করেছেন নওশাদ খান। তারপর রোজগার বাড়ানোর জন্য ট্রেনে ট্র্যাক প্যান্ট বিক্রিও করেছেন নওশাদ। দুই ছেলের তাও কখনও কোনওভাবে ক্রিকেট খেলা বন্ধ করেননি নওশাদ। এ বার খান পরিবারে ফের সুখবর। এক টেস্ট খেলে রাতারাতি কোটিপতি বনে গিয়েছেন সরফরাজ খান। বিশ্বাস হচ্ছে না? তা হলে জেনে নিন কী ভাবে হল এমনটা।

সরফরাজের টেস্ট অভিষেক হওয়ার পর যে কারণে আবেগে ভেসেছেন নওশাদ। যে স্বপ্ন এতদিন দেখেছেন, তা পূরণ হওয়ায় আনন্দে সরফরাজের বাবার চোখ বেয়ে অনবরত জল গড়িয়ে গিয়েছিল। যে ভিডিয়ো নেটিজ়েনদের মন জয় করে নিয়েছে। সরফরাজ টেস্ট ডেবিউ ম্যাচে যে ভাবে খেলছিলেন তাতে সেঞ্চুরি আসা সময়ের অপেক্ষা ছিল। কিন্তু রান আউট সেই সেঞ্চুরি হব হব ভাবনায় জল ঢেলে দেয়। সরফরাজের বিধ্বংসী ব্যাটিং অবশ্য সকলের নজর কেড়ে নিয়েছে। চোখ এড়ায়নি শিল্পপতি আনন্দ মাহিন্দ্রারও।সরফরাজের লড়াই ও তাঁর টেস্ট টিমে এন্ট্রির পর শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা নিজের সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছেন, সরফরাজের বাবা নওশাদ খান তাঁর দেওয়া থার গাড়ি উপহার হিসেবে নিলে তিনি খুশি হবেন।

লেটেস্ট থার এসইউভি গাড়ির দাম প্রায় ১৭.২০ লক্ষ টাকা। এ বার যদি আনন্দ মাহিন্দ্রা সরফরাজের বাবার জন্য বিশেষ ও কাস্টমাইজড গাড়ি দেন সেক্ষেত্রে দাম যে আরও বেশি হবে তা আশা করা যায়। এ ছাড়াও সরফরাজ ভারতীয় টেস্ট টিমে ঢুকে পড়ার পর থেকে বেতন পাচ্ছেন। ভারতের টেস্ট স্কোয়াডে থাকলে এবং একাদশে সুযোগ না পেলে ভারতীয় ক্রিকেটাররা পান ৭.৫ লক্ষ টাকা। আর টেস্ট ম্যাচ খেললে ১৫ লক্ষ টাকা ম্যাচ ফি পাওয়া যায়। সরফরাজ এখনও অবধি একটি টেস্ট খেলেছেন। তাতে পাচ্ছেন ১৫ লক্ষ টাকা। আর দ্বিতীয় টেস্টের আগে টিমে ঢুকেছেন যে কারণে পাচ্ছেন ৭.৫ লক্ষ টাকা। সিরিজের বাকি ২ ম্যাচ খেললে পাবেন আরও ৩০ লক্ষ টাকা। সঙ্গে থাকছে স্পনসরশিপের টাকা। অর্থাৎ বলাই যায় এক টেস্ট খেলেই কোটিপতি বনে গেলেন সরফরাজ খান।

Next Article