কলকাতা: গত রবিবার চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। চেন্নাইকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে প্লে অফে (IPL Play off) নিজেদের টিকিয়ে রেখেছে সিএসকে। ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন নীতীশ রানারা। ঘরের মাঠে লিগ পর্বের শেষ ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ধোনিদের বিরুদ্ধে বড় জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন রানা-রিঙ্কুরা (IPL 2023)। তবে প্লে অফের দৌড়ে নিজেদের ভাসিয়ে রাখতে হলে ঘরের মাঠে শেষ ম্যাচটি জিততেই হবে নাইটদের। তাদের পয়েন্ট সংখ্যা এখন ১২। লখনউয়ের বিরুদ্ধে জিতলে কেকেআর পৌঁছে যাবে ১৪ পয়েন্টে। তারপরও কেকেআরের প্লে অফে পৌঁছনোর সম্ভাবনা কতটা? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
আজ একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। এই ম্যাচে লখনউ জিতে গেলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৫। সেক্ষেত্রে মুম্বই আটকে থাকবে ১৪ পয়েন্টে। শেষ ম্যাচে কলকাতা জিতে গেলে তাদেরও পয়েন্ট দাঁড়াবে ১৪। পরপর দুটি ম্যাচ জিতে নেট রান রেটও বাড়িয়ে নিতে পারবেন নীতিশ রানারা। সেক্ষেত্রে কেকেআরের সুবিধে বাড়বে বইকি। আবার মুম্বই জিতলেও কেকেআরের লাভ। আগামী শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে নামার আগে পর্যন্ত লখনউ ১৩ পয়েন্টে আটকে থাকবে। এলিমিনেটর খেলতে হলে লখনউয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের প্রয়োজন রয়েছে নাইটদের। তারপরও স্বস্তিতে থাকবে না কেকেআর। কারণ মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংসের মতো দলগুলিও প্লে অফের দৌড়ে রয়েছে।
কেকেআরকে প্লে অফে যেতে হলে হারতে হবে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। পঞ্জাব কিংসের দুটো ম্যাচ রয়েছে। পঞ্জাব কিংসকে দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হবে তবে জিততে হবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এছাড়া সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবিকে হারতে হবে। বিরাটরা হারলেই ছিটকে যাবে প্লে অফের দৌড় থেকে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে কেকেআরের পয়েন্ট ১২। ৬টি ম্যাচে জয় ও সাতটি ম্যাচে হার। নেট রান রেট -০.২৫৬।