AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat-Sachin: বিরাট কোহলির সেঞ্চুরির সেঞ্চুরি কি হবে? অঙ্ক যা বলছে…

Indian Cricket: ওডিআইতে সচিনের সেঞ্চুরি রয়েছে ৪৯টি। বিরাটের ৫১টি। এবার প্রশ্ন উঠছে অনেক রেকর্ড হয়ত ভেঙেছেন, তবে সচিনের ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট?

Virat-Sachin: বিরাট কোহলির সেঞ্চুরির সেঞ্চুরি কি হবে? অঙ্ক যা বলছে...
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: May 13, 2025 | 9:19 PM

কয়েক দিন আগে রোহিত শর্মা, গত কাল বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের দুই সুপারস্টার। ক্রিকেট জীবনে একের পর এক রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলির। ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্য়াটার তিনি। গত ওয়ান ডে বিশ্বকাপে মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরের ওডিআই সেঞ্চুরির রেকর্ডও ভেঙেছিলেন বিরাট কোহলি। ওডিআইতে সচিনের সেঞ্চুরি রয়েছে ৪৯টি। বিরাটের ৫১টি। এবার প্রশ্ন উঠছে অনেক রেকর্ড হয়ত ভেঙেছেন, তবে সচিনের ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট?

বিশ্বের একমাত্র ব্যাটার যিনি সচিন তেন্ডুলকরের ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভাঙার কাছে রয়েছেন, তিনি হলেন বিরাট কোহলি। ১০০তম সেঞ্চুরি করার পর যখন তেন্ডুলকরকে একটি অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁর এই রেকর্ডকে ভাঙতে পারবে বলে মনে হয়, উত্তরে তিনি বিরাট ও রোহিতের নাম নিয়েছিলেন। সেই দুজনেই এক সপ্তাহের মধ্যেই টেস্ট থেকে অবসর ঘোষণা করলেন।

সচিনের সেঞ্চুরির শতকের রেকর্ডের সবচেয়ে কাছে রয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০টি সেঞ্চুরির ৫১টি টেস্টে ও ৪৯টি ওডিআইতে রয়েছে সচিনের। সেখানে ৫১টি সেঞ্চুরি করে ওডিআইতে ইতিমধ্যেই সচিনকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট। টেস্টে রয়েছে ৩০টি ও টি-টোয়েন্টিতে ১টি। মোট ৮২টি। যদি বিরাটকে সচিনের রেকর্ড ভাঙতে হয়, তবে এখনও ১৯টি সেঞ্চুরি করতে হবে। আর রেকর্ড ছুঁতে তাঁর জার্সি নম্বরের মতোই, ১৮টি। কিন্তু সমস্যা অন্য জায়গায়।

টি-টোয়েন্টিতে দেশের জার্সিকে আগেই বিদায় জানিয়েছিলেন। সদ্য টেস্ট থেকে সরেছেন। এখনও অবধি যা পরিস্থিতি, বিরাট কোহলি ওডিআইতে খেলবেন। ধরে নেওয়া যাক, ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ অবধি খেলতে দেখা যাবে বিরাটকে। বিশ্বকাপের আগে সর্বসাকুল্যে ২৭টি ওডিআই খেলার সম্ভাবনা রয়েছে ভারতের। যার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলারও কথা রয়েছে। ফলে বিরাটের কাছে ২৭ ম্য়াচে ১৯টি সেঞ্চুরি করতে হবে বিরাটকে। যদি বিশ্বকাপেও খেলেন তবে হাতে আরও কিছুটা সময় পাবেন বিরাট। সেটাও খুব একটা সহজ হবে কি? অঙ্কের নিরিখে সুযোগ রয়েছে, যদিও বিষয়টা বেশ কঠিন।