ব্রিসবেন: ওয়ার্ম আপে শেষ ওভারে নাটকীয় জয় ভারতের। অস্ট্রিলিয়ার মাটিতে বিশ্বকাপ (T20 World Cup 2022)। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ওয়ার্ম ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল ভারতীয় দল। শেষ ওভার অবধি দু-দলের কাছেই সুযোগ ছিল ম্যাচটা জেতার। পার্থক্য গড়ে দিলেন মহম্মদ সামি (Mohammed Shami)। ম্যাচ শেষে তাঁকে নিয়ে উচ্ছ্বসিত হওয়াই স্বাভাবিক। দলের বাকিদের অবদান থাকলেও একটা ওভারেই পার্থক্য গড়ে দেন ভারতীয় দলের এই সিনিয়র পেসার। সামির এই এক ওভার কেন এতটা গুরুত্বপূর্ণ? অধিনায়ক রোহিত শর্মাই (Rohit Sharma) বা কী বললেন ম্যাচ শেষে…। তুলে ধরল TV9Bangla।
ওয়ার্ম ম্যাচে মাত্র ৬ রানে জিতেছে ভারত। শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। দীর্ঘ সময় ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে ছিলেন না সামি। অস্ট্রেলিয়া পৌঁছেও প্রস্তুতির সুযোগ পাননি। শেষ ওভারে তাঁর হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। ওয়ার্ম আপ ম্যাচে স্কোয়াডের সকলকেই ব্যবহার করা যায়। তাই সামিকে বোলিং করাতে কোনও সমস্যা ছিল না। তবে দীর্ঘ সময় পর সরাসরি ম্যাচে বোলিং করা, কতটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন সামি, সে দিকেই নজর ছিল। সামি যে ভাবে ওভার শুরু করলেন, মনে হল ম্যাচের স্পেল শেষ করতে এসেছেন এবং টানা খেলছেন। প্রথম বল থেকেই নিয়ন্ত্রণে। তবে সামির সেরা সংস্করণ পাওয়া গেল ওভারের শেষ দুটি ডেলিভারিতে। নিখুঁত ইয়র্কারে উইকেট ছিটকে দিলেন। ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট সামির।
সামিকে নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক রোহিত শর্মা। জসপ্রীত বুমরা ছিটকে যাওয়ায় ভারতীয় বোলিং লাইন আপে ফাঁক তৈরি হয়েছিল। তা ভরাট করতে প্রয়োজন ছিল সামিকেই। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘সামিকে ডেথ ওভারে বোলিং করার পরিকল্পনা আগে থেকেই ছিল। ও কেমন পারফর্ম করল, সেটা সকলেই দেখেছে।’ তবে ব্যাটিংয়ে আরও একটু রান করা উচিত ছিল বলে মনে করেন রোহিত। বলছেন, ‘আমরা ভালো ব্যাটিং করেছি। তবে শেষ দিকে আরও ১০-১৫ রান যোগ করতে পারতাম।’