T20 World Cup: দীপক চাহারের চোট, বুমরার বদলি হিসবে দ্রুতই অস্ট্রেলিয়ায় সামি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 08, 2022 | 3:16 PM

Mohammed Shami: বিশ্বকাপে বেশির ভাগ দলেই বাঁ হাতি পেসার রয়েছে। ভারতীয় দলে একমাত্র অর্শদীপ সিং। কোনও কারণে অর্শদীপ চোট পেলে সমস্যায় পড়বে ভারত। ভারতীয় ব্যাটাররাও বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ নন। নেটে মুকেশ-চেতনের বিরুদ্ধে প্রস্তুতি সারলে অনেকটাই কাজে দেবে।

T20 World Cup: দীপক চাহারের চোট, বুমরার বদলি হিসবে দ্রুতই অস্ট্রেলিয়ায় সামি
Image Credit source: twitter

Follow Us

নয়াদিল্লি: চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পরিবর্ত এখনও ঘোষণা করেনি বোর্ড। তবে বোর্ড সূত্রের খবর, দ্রুতই সামির (Mohammed Shami) নাম ঘোষণা করতে চলেছে তারা। অস্ট্রেলিয়াও পাড়ি দিচ্ছেন সামি। কোভিড থেকে সেরে উঠে নিজের মতো প্রস্তুতি শুরু করে দিয়েছেন সামি। ভারতীয় দল (Team India) অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। স্ট্যান্ড বাই ক্রিকেটাররা এখনও যাননি। এর মধ্যে অস্বস্তির খবর দীপক চাহারের চোট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে খেলানো হয়নি দীপক চাহারকে। শ্রেয়স, চাহার, সামি, রবি বিষ্ণোই বিশ্বকাপে স্ট্যান্ড বাই রয়েছেন। শ্রেয়স এবং বিষ্ণোই খেললেও দীপক চাহার একাদশে না থাকা অবাক করেছিল। চোটের কারণেই তাঁকে খেলানো হয়নি। সিরিজের বাকি দুটি ম্যাচেও চাহারকে পাওয়া যাবে না। প্রথম ম্যাচের আগে অনুশীলনে গোড়ালি মচকে গিয়েছে দীপকের। তাঁর পরিবর্ত হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে যোগ করা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে।

জসপ্রীত বুমরার চোটে ভারতের পরিকল্পনা অনেক বড় ধাক্কা খেয়েছে। দীপকের চোট নতুন করে পরিকল্পনায় ধাক্কা দিয়েছে। তাঁকে বিশ্বকাপে স্ট্যান্ড বাই রাখারও ঝুঁকি নেওয়া হবে কিনা এই নিয়ে ধন্দ। বোর্ডের তরফে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ‘দীপক চাহারকে বিশ্বকাপে স্ট্যান্ড বাই রাখার ঝুঁকি নেওয়া হবে কিনা এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। ওকে কতটা জরুরি, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’ এখনও অবধি জসপ্রীত বুমরার পরিবর্ত হিসেবে মহম্মদ সামিই এগিয়ে, এ বিষয়ে সন্দেহ নেই। আগামী তিন-চার দিনের মধ্যেই সামি অস্ট্রেলিয়ায় পাড়ি দেবেন বলে বোর্ড সূত্রে খবর। বোর্ড কর্তা আরও জানিয়েছেন, ‘সামি ফিট থাকলে অবশ্যই প্রথম পছন্দ। দক্ষতার দিক থেকে বুমরার বিকল্প একমাত্র সামিই হতে পারে। দ্রুতই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবে সামি।’

অস্ট্রেলিয়ায় নেট বোলার হিসেবে দলের সঙ্গ যোগ দিয়েছেন দুই বাঁ হাতি পেসার মুকেশ চৌধুরি এবং চেতন সাকারিয়া। দ্বিতীয় জন দীর্ঘ সময় ধরেই আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। মুকেশ চৌধুরি গত আইপিএলের খোঁজ। চেন্নাই সুপার কিংসে খেলেছেন মহারাষ্ট্রের এই পেসার। বেশ কিছু চোখ ধাঁধানো পারফরম্যান্স রয়েছে তাঁর। বিশ্বকাপে বেশির ভাগ দলেই বাঁ হাতি পেসার রয়েছে। ভারতীয় দলে একমাত্র অর্শদীপ সিং। কোনও কারণে অর্শদীপ চোট পেলে সমস্যায় পড়বে ভারত। ভারতীয় ব্যাটাররাও বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ নন। নেটে মুকেশ-চেতনের বিরুদ্ধে প্রস্তুতি সারলে অনেকটাই কাজে দেবে। তেমনই কোনও কারণে অর্শদীপের বিকল্প প্রয়োজন হলে শেষ মুহূর্তে এই দুজন কাজে লাগতে পারে। ততদিনে অস্ট্রলিয়র পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে পারবেন। ভারত এ ক’দিন বেশ কিছু প্রস্তুতি ম্যাচও খেলবে। মুকেশ, চেতনের বিরুদ্ধে ম্যাচ প্র্যাকটিসও পাচ্ছেন কোহলিরা।

Next Article