ICC ODI World Cup: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় কোন তারকারা?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 20, 2023 | 12:26 PM

Centuries In ODI World Cup Final: ঘরের মাঠে হাতছাড়া বিশ্বকাপ। এই ক্ষত মেটানো কঠিন। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ উঠল অস্ট্রেলিয়ার হাতে। লাবুশেনকে সঙ্গে নিয়ে একাই যেন ম্যাচ জিতিয়ে দিলেন ট্রাভিস হেড। চোটের কারণে শুরুর দিকের কয়েকটা ম্যাচ মিস করলেও, কামব্যাকেই জাত চিনিয়েছেন হেড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন। ফাইনালের মঞ্চেও সেঞ্চুরি।

ICC ODI World Cup: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় কোন তারকারা?
ট্রাভিস হেড, ভিভ রিচার্ড, অ্যাডাম গিলক্রিস্ট

Follow Us

আমেদাবাদ: এক যুগ পর বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) হাতছানি এসেছিল ভারতের সামনে। কিন্তু হল না। সব ভালো হলেও শেষটা ভালো হল না। ঘরের মাঠে হাতছাড়া বিশ্বকাপ। এই ক্ষত মেটানো কঠিন। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ উঠল অস্ট্রেলিয়ার হাতে। লাবুশেনকে সঙ্গে নিয়ে যেন ম্যাচ জিতিয়ে দিলেন ট্রাভিস হেড। চোটের কারণে শুরুর দিকের কয়েকটা ম্যাচ মিস করলেও, কামব্যাকেই জাত চিনিয়েছেন হেড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন। আর ফাইনাল ম্যাচে যখন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের উইকেট হারায় অস্ট্রেলিয়া, তখন একাই ম্যাচের হাল ধরেন। শুধু তাই নয়, প্রায় শেষ পর্যন্ত ক্রিজ আগলে রান তাড়া করে গেলেন। ফাইনালের মঞ্চে ওডিআই কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরি করলেন হেড। ফাইনালের মঞ্চে শতরান মুখের কথা নয়। এই আবহে দেখে নিন ওডিআই বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শতারান এসেছিল আর কাদের ব্যাটে? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

ওডিআই বিশ্বকাপ ফাইনালে শতরান করা ব্যাটারের তালিকা-

  1. ১৯৭৫ উদ্বোধনী বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ বলে ১০২ রান করেন ওয়েস্ট ইন্ডিজের তৎকালীন অধিনায়ক ক্লাইভ লয়েড।
  2. এরপর ১৯৭৯ বিশ্বকাপ। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ভিভ রিচার্ডস।
  3. ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। সে বার শ্রীলঙ্কার জার্সিতে ১০৭ রান করে অপরাজিত থাকেন অরবিন্দ ডি সিলভা।
  4. এরপর সেই বহু চর্চিত ২০০৩ বিশ্বকাপ। ভারতের বিরুদ্ধে ১২১ বলে ১৪০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অজি অধিনায়ক রিকি পন্টিং।
  5. এরপর ২০০৭ বিশ্বকাপ ফাইনাল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৩ রান করেন অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট।
  6. ২০১১ বিশ্বকাপে ওয়াংখেড়ের মাঠে ৮৮ বলে ১০৩ রান করেন লঙ্কান তারকা মাহেলা জয়বর্ধনে। যদিও শ্রীলঙ্কা হারে ভারতের কাছে
  7. ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ১২০ বলে ১৩৭ রান করে ফাইনালে সেঞ্চুরিয়নদের তালিকায়। রেকর্ড গড়লেন ট্রাভিস হেড।
Next Article