আমেদাবাদ: এক যুগ পর বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) হাতছানি এসেছিল ভারতের সামনে। কিন্তু হল না। সব ভালো হলেও শেষটা ভালো হল না। ঘরের মাঠে হাতছাড়া বিশ্বকাপ। এই ক্ষত মেটানো কঠিন। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ উঠল অস্ট্রেলিয়ার হাতে। লাবুশেনকে সঙ্গে নিয়ে যেন ম্যাচ জিতিয়ে দিলেন ট্রাভিস হেড। চোটের কারণে শুরুর দিকের কয়েকটা ম্যাচ মিস করলেও, কামব্যাকেই জাত চিনিয়েছেন হেড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন। আর ফাইনাল ম্যাচে যখন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের উইকেট হারায় অস্ট্রেলিয়া, তখন একাই ম্যাচের হাল ধরেন। শুধু তাই নয়, প্রায় শেষ পর্যন্ত ক্রিজ আগলে রান তাড়া করে গেলেন। ফাইনালের মঞ্চে ওডিআই কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরি করলেন হেড। ফাইনালের মঞ্চে শতরান মুখের কথা নয়। এই আবহে দেখে নিন ওডিআই বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শতারান এসেছিল আর কাদের ব্যাটে? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওডিআই বিশ্বকাপ ফাইনালে শতরান করা ব্যাটারের তালিকা-