আমেদাবাদ: এক যুগ পর বিশ্বকাপের হাতছানি এসেছিল ভারতের সামনে। ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)জেতার সুযোগ ছিল। প্রায় গোটা টুর্নামেন্টে একশোয় একশো পেলেও, ফাইনাল পরীক্ষায় বাজিমাত করা হল না ভারতের। হাতছাড়া হল বিশ্বকাপ। এই ক্ষত এত সহজে মেটার নয়। ভারত জয়ী না হলেও, গৌতম গম্ভীবের কাছে তাঁর দলই চ্য়াম্পিয়ন। দলের অসময়ে সিনিয়রদের যেভাবে পাশে থাকা উচিত তাই করলেন গম্ভীর। তবে সিনিয়রের মতো নয়,বড় দাদার মতো জানালেন ফলাফল যাই হোক, বিরাট-রোহিতরাই সেরা। এই প্রসঙ্গে আর কী বলছেন গম্ভীর? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে উঠলেই আলোচনায় উঠে এসেছিল ২০০৩ বিশ্বকাপ। সেই অভিশপ্ত রাত যেন আবার ফিরে এল। আবার ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে নিল ইয়োলোব্রিগেড। ১ লক্ষ ৩০ হাজার মানুষ চুপ। গোটা টুর্নামেন্টে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স আশা জাগিয়েছিল। ৯০ শতাংশ নিশ্চিত ছিল সবাই ভারত জিতবে। ওই যে জিতবে আর জিতবেই মধ্যে একটা সূক্ষ্ম ফাড়াক রয়েছে। দিনের শেষে যেন তাই প্রমাণ হল। কাপ না জিতলেও মন জিতেছে মেন ইন ব্লু। তাই গম্ভীরের কাছে তারাই চ্যাম্পিয়ন।
As I’ve said we are a champion team irrespective. So chin up boys….Many many congrats to Australia!
— Gautam Gambhir (@GautamGambhir) November 19, 2023
ফাইনালের পর তাঁকে বলতে শোনা যায়, “চ্যাম্পিয়ন হতে গেলে যে সবসময় জিততেই হবে এমনটা নয়। গোটা টুর্নামেন্টে দল যেভাবে পারফর্ম করেছে তাতে বলতে দ্বিধা নেই যে ওরাই চ্যাম্পিয়ন।” এখানেই থামেননি তিনি। শেষে দেশবাসীর উদ্দেশে গম্ভীরের বার্তা, “এই চ্যাম্পিয়ন দলের ১০ ম্য়াচের সুন্দর সফরটা উপভোগ করুন।” বড় দাদার মতো রোহিকদের সান্ত্বনা দিয়ে আরও বলেন , “মাথা তোলো। আমরা চ্যাম্পিয়ন দল।”
Wining or Losing is just a part of the game but I think every Indian will agree with Gautam Gambhir that this Team has won hearts throughout the tournament.💙
Let’s Support the boys in this tough time.🙌🏻 pic.twitter.com/3I9QIwjX7l
— Dhruv Rathod✨ (@DhruvrCFC) November 19, 2023