কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হওয়ার নজির ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। গত মরসুমে সেই রেকর্ড ছুঁয়েছে চেন্নাই সুপার কিংস। রেকর্ড পঞ্চম বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে হেরেছিল চেন্নাই সুপার কিংস। ফাইনালে সেই টাইটান্সকে হারিয়েই চ্যাম্পিয়ন। পুরো টুর্নামেন্টে হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন সিএসকে অধিননায়ক মহেন্দ্র সিং ধোনি। এ তথ্য হয়তো সকলেরই জানা। তবে ধোনিকে নিয়ে নতুন তথ্য খোলসা করলেন চেন্নাই সুপারে কিংসের মুখ্য কার্যনির্বাহি আধিকারিক কাশী বিশ্বনাথন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইপিএল-এর ১৬তম সংস্করণ শেষ হতেই মুম্বই যান মহেন্দ্র সিং ধোনি। সেখানে হাঁটুর অস্ত্রোপচার হয় মহেন্দ্র সিং ধোনির। টুর্নামেন্টের শুরু থেকেই বোঝা গিয়েছে, চোট রয়েছে ধোনির। শোনা গিয়েছিল, ধোনি সব ম্যাচে খেলবেন না। কার্যক্ষেত্রে তা অবশ্য দেখা যায়নি। সব ম্যাচেই খেলেছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাটিংয়ে অনেক নীচের দিকে নামছিলেন। চেষ্টা করেন বাউন্ডারিতেই রান করার। তবে প্রয়োজনে সিঙ্গল, ডবলও নিয়েছেন। একটি ম্যাচের পর ব্রডকাস্টারকে জানিয়েছিলেন, চোট যাতে না বাড়ে সে কারণেই বাউন্ডারিতে বেশি রানের লক্ষ্য তাঁর। কিপিংয়ের সময় হোক বা ব্যাটিংয়ে রানিং বিটউইন দ্য উইকেট, খোডা়তে দেখা গিয়েছে অনেক সময়ই। ধোনি চাইলে নাও খেলতে পারতেন। সেই প্রসঙ্গই খোলসা করলেন চেন্নাই সুপার কিংসের সিইও।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তামিলকে দেওয়া এক সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথন বলেন, ‘‘আমরা কখনোই ওকে জিজ্ঞেস করিনি যে, ‘তুমি খেলতে চাও নাকি বিশ্রাম প্রয়োজন’। ও যদি খেলতে না পারতো, নিজে থেকেই জানাতো। আমরা বুঝতে পেরেছিলাম ওর কষ্ট হচ্ছে। তবে টিমের প্রতি ওর দায়বদ্ধতা, নেতৃত্ব, টিম কীভাবে লাভবান হয় প্রত্যেকেই জানে। ওকে কৃতিত্ব দিতেই হবে।’’
চোট নিয়ে খেললেও কোনও অভিযোগ ছিল না ধোনির। বরং, প্রতি ম্যাচে খেলা শেষে দেখা গিয়েছে তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিচ্ছেন। কোনও ক্লান্তি নেই। চেন্নাই সিইও আরও বলেন, ‘ফাইনাল অবধি হাঁটুর চোট নিয়ে ও কারও কাছে কোনও অভিযোগ করেনি। প্রত্যেকেই জানতো। দৌড়নোর সময় ওর যে সমস্যা হচ্ছে, সকলেই দেখেছে। ফাইনাল অবধি তবুও কিছু বলেনি। ফাইনালের পর জানায়, ও হাঁটুর অস্ত্রোপচার করাবে।’