হায়দরাবাদের পিচ কি বদলে গিয়েছে! এত বদল কী করে হয়? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন সানরাইজার্স হায়দরাবাদের দখলে। এই মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রানের বিশাল স্কোর গড়েছিল তারা। সেই ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গড়া ২৬৩ রান ছাপিয়ে নতুন রেকর্ড গড়েছে। জবাবে মুম্বই ইন্ডিয়ান্সও বিধ্বংসী ব্যাটিং করেছিল। এক ম্যাচে ৫০০-র উপর রান উঠেছিল। সেই পিচে ব্যাট করতে হিমশিম অবস্থা চেন্নাই সুপার কিংসের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। চেন্নাই সুপার কিংসে জোড়া ধাক্কা। মাতিসা পাথিরানার চোট এবং মুস্তাফিজুর দেশে ফিরেছেন। বোলিংয়ের পর্ব পরে। শুরুতে ব্যাটিংয়ে প্রবল চাপে পড়ল চেন্নাই সুপার কিংস। তবে সেটা পিচের কারণে। বল নতুন থাকা অবস্থায় সবই যেন ঠিকঠাক ছিল। ক্রমশ স্লো-হতে থাকল খেলা।
শিবম দুবে, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজারা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। যদিও শট খেলতে প্রবল সমস্যায় পড়েছেন। ড্যারেল মিচেল যখন ব্যাটিংয়ে এলেন, মনে হল যেন স্লো-মোশনে খেলা চলছে। পেসারদের বলও থমকে আসছিল। শেষ দিকে হায়দরাবাদের গ্যালারি উন্মাদনায় ভেসে উঠেছিল। মহেন্দ্র সিং ধোনি ক্রিজে নামছিলেন। আগের ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। এ দিন যখন নামেন, তিন বল মাত্র বাকি। মাত্র দুটি ডেলিভারি সামলান। ১ রান করেন মাহি।