৬ হাজারের মাইলস্টোনে চেতেশ্বর পূজারা
একাদশ ভারতীয় হিসাবে ৬ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন পূজারা
সিডনি: টেস্টে ৬ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন চেতেশ্বর পূজারা। সিডনি টেস্টের পঞ্চম দিন নাথান লিঁয়কে চার মেরে টেস্টে ৬ হাজার রান পূর্ণ করেন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান। একাদশ ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন পূজারা।
Cheteshwar Pujara has become the 11th Indian batsman to reach 6000 runs in Test cricket!
What a fine player he has been ?
He is also closing in on a fifty in the #AUSvIND Test. pic.twitter.com/MMApa5sIs9
— ICC (@ICC) January 11, 2021
নিজের ৮০তম টেস্টে ৬ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন পূজি। ১৮টা টেস্ট শতরান রয়েছে ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। সিডনিতে তৃতীয় টেস্টে দুই ইনিংসেই অর্ধশতরান করেন পূজারা। পঞ্চম দিন ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান।
আরও পড়ুন:দুই বোর্ডের সমঝোতা, ব্রিসবেনেই হবে চতুর্থ টেস্ট
ভারতীয়দের মধ্যে পূজারা ছাড়া টেস্টে ৬ হাজারের বেশি রান রয়েছে সচিন তেন্ডুলকর (১৫৯২১),রাহুল দ্রাবিড় (১৩২৬৫),সুনীল গাভাসকর (১০১২২),ভিভিএস লক্ষণ(৮৭৮১),বীরেন্দ্র সেওয়াগ (৮৫০৩),বিরাট কোহলি (৭৩১৮),সৌরভ গাঙ্গুলি (৭২১২),দিলীপ বেঙ্গসরকর (৬৮৬৮),মহম্মদ আজহারউদ্দিন (৬২১৫),গুন্ডাপ্পা বিশ্বনাথের (৬০৮০)।