INDIA TOUR OF ENGLAND: লেস্টারশায়ারের হয়ে রোহিত-বিরাটদের বোলিং করবেন বুমরা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 23, 2022 | 11:11 AM

লেস্টারশায়ারের ইউটিউব চ্যানেলে ম্যাচটি সম্প্রচার হবে। ভারতীয় সময় দুপুর ৩ টে থেকে শুরু ম্যাচ।

INDIA TOUR OF ENGLAND: লেস্টারশায়ারের হয়ে রোহিত-বিরাটদের বোলিং করবেন বুমরা
প্রস্তুতি ম্য়াচের আগে অনুশীলনে ভারতীয় দল।
Image Credit source: TWITTER

Follow Us

 

লেস্টার: ভারতীয় তারকা ক্রিকেটাররা খেলবেন ভারতের বিরুদ্ধেই। ভারত-ইংল্যান্ড (INDvENG) টেস্ট ১ জুলাই থেকে। তার আগে লেস্টারশায়ারের (Leicestershire) বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত (INDIA)। আজ শুরু চারদিনের প্রস্তুতি ম্যাচ। তবে ভারতের চারজন ক্রিকেটার খেলবেন লেস্টারশায়ারের হয়ে। তাদের স্কোয়াডে দক্ষ ক্রিকেটারের অভাব। তেমনই ঠিকঠাক প্রস্তুতির জন্য ভারতের চার তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা এবং প্রসিধ কৃষ্ণাকে দেখা যাবে লেস্টারের হয়ে খেলতে। ভারত, ইংল্যান্ড এবং লেস্টারশায়ার কাউন্টি ক্লাব মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। রোহিত-বিরাটের বিরুদ্ধে বোলিং করবেন জসপ্রীত বুমরা। নেটে এমনটা দেখাই যায়। ম্যাচেও দেখা যাবে।

 

প্রস্তুতিতে রোহিত শর্মা।

 

দীর্ঘ তিন মাস পর লাল বলে খেলবেন বিরাটরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের পর মাঝে আইপিল, তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলেছে ভারত। শুভমন গিল রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। বাকিরা লাল বলে অনেকদিন পর খেলছেন। কোভিড আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডে যেতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। চোটের কারণে সহ অধিনায়ক লোকেশ রাহুলও নেই। প্রস্তুতি ম্যাচে বিশেষ নজর থাকবে রোহিত-বিরাট এবং উল্টোদিকে বুমরা, পন্থের দিকে। দুই তারকা ব্যাটসম্যানের আইপিএল ভালো যায়নি। টেস্টের আগে রানে ফেরা জরুরি ভারতীয় শিবিরের জন্য। ঋষভ পন্থও সাদা বলে রানের মধ্যে ছিলেন না। আইপিএল এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচেও কোনও অর্ধশতরানের ইনিংস নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের সুযোগ রয়েছে। ২-১ এ এগিয়ে ভারত। টেস্ট জিততে সবচেয়ে জরুরি প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া। ইংল্যান্ডের পরিবেশে জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজার উপর বাড়তি দায়িত্ব থাকবে। ঋষভ পন্থের ডাকাবুকো ব্যাটিংও নজরে। চেতেশ্বর পূজারা সম্প্রতি কাউন্টি ক্রিকেটে খেলেছেন। ছন্দে ছিলেন পূজারা। বাকিদের তুলনায় আগে পৌঁছানোয় সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বাড়তি সময়ও পেয়েছেন পূজারা।

লেস্টারশায়ার বনাম ভারতের প্রস্তুতি ম্যাচটি দেখার সুযোগ থাকছে ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্যও। লেস্টারশায়ারের ইউটিউব চ্যানেলে ম্যাচটি সম্প্রচার হবে। ভারতীয় সময় দুপুর ৩ টে থেকে শুরু ম্যাচ।

 

Next Article