Virat Kohli: বিতর্কিত আউট হয়ে ছোলে বটুরে খেয়ে আক্ষেপ মেটালেন বিরাট!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 18, 2023 | 8:52 PM

IND vs AUS, BGT 2023: এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে দিল্লিতে বেড়ে ওঠা কোহলি জানিয়েছেন, ছোলে বটুরে তাঁর কতটা পছন্দের, বিশেষ করে রাম কে ছোলে বটুরে। দিল্লিতেই হচ্ছে দ্বিতীয় ম্যাচ।

Virat Kohli: বিতর্কিত আউট হয়ে ছোলে বটুরে খেয়ে আক্ষেপ মেটালেন বিরাট!
আম্পায়ারদের সঙ্গে আলোচনায় বিরাট কোহলি।
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি : ঘরের মাঠে ভারত কড়া চ্যালেঞ্জের সামনে। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে আপাতত ব্য়াকফুটে টিম ইন্ডিয়া। এর জন্য় প্রথম ইনিংসে টপ অর্ডারের ব্য়র্থতাও দায়ী। অশ্বিন-অক্ষরের লড়াইতে অস্ট্রেলিয়াকে মাত্র ১ রানের লিড দেয় ভারত। এই জুটি না হলে আরও চাপ থাকত। রোমাঞ্চকর পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ৬২ রানে এগিয়ে অজিরা। হাতে এখনও ৯ উইকেট। তৃতীয় দিন দ্রুত কয়েকটি উইকেট না তুলতে পারলে চাপ বাড়বে। এ দিন অবশ্য় অক্ষর-অশ্বিনদের পাশাপাশি আলোচনায় ছিল বিরাট কোহলির আউট। যা নিয়ে ফ্য়ান পোল অবধি করে সম্প্রচারকারী চ্য়ানেল। কোহলির আউট নিয়ে বিতর্ক অবশ্য থামেনি। ড্রেসিংরুমে ফিরে রিপ্লে দেখে রেগে আগুন বিরাট। এরপরই সামনে পছন্দের খাবার। কোহলির অভিব্য়ক্তি ঝড় তুলল সোশ্য়াল মিডিয়ায়। বিস্তারিত TV9Bangla-য়।

কিছুক্ষণ আগেই মাঠ ছেড়েছেন। তাঁকে লেগ বিফোর আউট দেন অন ফিল্ড আম্পায়ার নীতিন মেনন। বল আগে ব্য়াটে না প্য়াডে লেগেছে এই নিয়ে বিতর্ক তৈরি হয়। হতাশ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। অভিষেককারী বাঁ হাতি স্পিনার ম্যাট কুহনেম্য়ানের বোলিংয়ে আউট হন বিরাট। এই নিয়ে কেরিয়ারে ২০ বার অভিষেক করা কোনও বোলারের বোলিংয়ে আউট হন কিং কোহলি। ড্রেসিংরুমে ঢুকেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেন। রিপ্লে দেখে চেয়ারে ঘুসি মারেন। ক্ষোভে ফেটে পড়েন বিরাট কোহলি। এর মাঝেই আরও একটি ঘটনা। কোহলির সামনে হাজির তাঁর পছন্দের খাবার ছোলে বটুরে।

কিছুক্ষণ আগে যিনি ক্ষোভে ফেটে পড়েন, তাঁর রাগ গলে জল! রাহুল দ্রাবিড়ের সঙ্গে কিছু একটা নিয়ে আলোচনা করছিলেন বিরাট। ঠিক তখনই ছোলে বটুরের প্রসঙ্গে জানানো হয় কোহলিকে। ‘ইয়েস’ হাত তালির মতো অভিব্য়ক্তিতে যেন বোঝালেন, ‘এরই তো অপেক্ষা করছিলাম।’ কোহলির এমন রিয়্যাকশনে হাসি আটকাতে পারেননি কোচ রাহুল দ্রাবিড়ও। সোশ্য়াল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার করে নানা মন্তব্য়। ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর যেমন বলেন, ‘একেই বলে স্ট্রেস কমানোর ওষুধ’। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে দিল্লিতে বেড়ে ওঠা কোহলি জানিয়েছেন, ছোলে বটুরে তাঁর কতটা পছন্দের, বিশেষ করে রাম কে ছোলে বটুরে। দিল্লিতেই হচ্ছে দ্বিতীয় ম্যাচ। কোহলির এই অভিব্য়ক্তি নিয়ে নানা মিমও ছড়িয়ে পড়ে।

Next Article