দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা পাওয়া উচিত নয় ক্রিস গেইলের (Chris Gayle)। ক’দিন আগেই এমন মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কার্টলে অ্যামব্রোস (Curtly Ambrose)। পাল্টা জবাবে অ্যামব্রোসকে তুলোধনা করলেন গেইল।
দ্য ইউনিভার্স বস বলেছেন, ‘আমি যখন প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ টিমে সুযোগ পেয়েছিলাম, কার্টলে অ্যামব্রোসকে দেখে অবাক হতাম। ওঁকে প্রচুর শ্রদ্ধাও করতাম। কিন্তু উনি অবসর নেওয়ার পর থেকে ক্রিস গেইলের সঙ্গে যে কী হয়েছে, তা জানি না। আমার বিরুদ্ধে বারবার মন্তব্য করেন। উনি যে সব নেতিবাচক কথা মিডিয়ায় বলেছেন, সেটা বাড়তি গুরুত্ব আদায়ের জন্য কিনা, জানি না। এটুকু বলতে পারি, আমার কাছে ওঁর কোনও গুরুত্ব বা সম্মান নেই।’
টি-টোয়েন্টি (T20) ক্রিকেটে গেইল একসময় ত্রাস ছিলেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ধার অনেকটাই কমেছে। তাঁর ব্যাটে দীর্ঘদিন ঝড়ঝাপটা দেখা যায়নি। আইপিএলেও তেমন সফল নন। তার পরও বিশ্বকাপের টিমে তাঁকে রাখা হয়েছে। অভিজ্ঞতার কারণেই। দেশকে দু’বার কুড়ি-বিশের বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন তিনি। সেই যুক্তিকেই সামনে রেখে অ্যামব্রোস বলেছিলেন, ‘গেইল এখন আর টিমে অপরিহার্য নয়। গত আঠারো মাসের হিসেব দেখলে কিন্তু পরিষ্কার, দেশের হয়ে যেমন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়েও ও আর সফল নয়। ঘরের মাঠে কিছু টুর্নামেন্ট ও খেলেছে ঠিকই, কিন্তু তেমন রান পায়নি।’
এতেই চটেছেন গেইল। বলেছেন, ‘আমরা দু’বার বিশ্বকাপ জিতেছি। তৃতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামব আমরা। ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করা ছাড়া কার্টলে অ্যামব্রোসের আর কী গুরুত্ব আছে?’
এই আইপিএলেও (IPL) গেইল সে ভাবে ছাপ রাখতে পারেননি। টিমে খুব একটা নিয়মিতও ছিলেন না। যতটুকু খেলেছেন, রান পাননি। বয়স বাড়ায় রিফ্লেক্স অনেকটাই কমেছে তাঁর। স্লথও হয়েছেন। এই গেইল দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন যদি করাতে পারেন, তা হলে কিন্তু যাবতীয় সমালোচনার জবাব দিয়ে দেবেন।