Mitchell Starc’s Catch Controversy : গিল আউট অথচ বেঁচে গেলেন ডাকেট! স্টার্কের ক্যাচ বাতিল নিয়ে বিতর্ক তুঙ্গে

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 02, 2023 | 11:40 AM

Ashes Series, England vs Australia : বাউন্ডারি লাইনে মিচেল স্টার্ক ক্যাচ ধরলেও নট আউট থেকে গেলেন ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট। স্টার্কের ক্যাচ বাতিল নিয়ে চলছে জোর বিতর্ক।

Mitchell Starcs Catch Controversy : গিল আউট অথচ বেঁচে গেলেন ডাকেট! স্টার্কের ক্যাচ বাতিল নিয়ে বিতর্ক তুঙ্গে
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন : ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে একটি ক্যাচ নিয়ে বিতর্ক উঠেছিল চরমে। প্রথম ইনিংসে শুভমন গিলের (Shubman Gill) ক্যাচ নিয়েছিলেন ক্যামেরন গ্রিন। গিলকে আউট দেওয়ায় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। গিলের ক্যাচ বিতর্ক আরও একবার উসকে দিল ইংল্যান্ডে চলতি অ্যাসেজ সিরিজ। অ্যাসেজে লর্ডসে দ্বিতীয় টেস্ট চলছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার (England vs Australia) মধ্যে। শনিবার টেস্টের চতুর্থ দিন বাউন্ডারি লাইনে ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেটের ক্যাচ ধরেছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। স্লাইড করে দুরন্ত ক্যাচ ধরেন তিনি। তা সত্ত্বেও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে নট আউট থেকে গেলেন বেন ডাকেট। কেন বাতিল হল স্টার্কের ক্যাচ? জোর বিতর্কের মাঝে সাফাই দিয়েছে এমসিসি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

লর্ডস টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন শর্ট বলে ফাইন লেগের দিকে ব়্যাম্প শট খেলেন বেন ডাকেট। বাউন্ডারি লাইনে বাঁ দিকে দৌড়ে গিয়ে ক্যাচ নেন মিচেল স্টার্ক। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল মাটি ছুঁয়েছে। ক্যাচ নেওয়ার পরই ঘাসে ছোঁয় বল। ফিল্ড আম্পায়ার ডাকেটকে তৎক্ষণাৎ আউট দেন। রিভিউ নেন ডাকেট। যদিও তৃতীয় আম্পায়ারের টিভি রিপ্লে দেখে মনে হয়েছে, । স্টার্ক ক্যাচ নিলেও বল মাটিতে স্পর্শ করেছে। সেই সময় ফিল্ডারের শরীর পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না। যে কারণে জীবনদান পেয়ে যান ডাকেট। স্টার্ক-সহ পুরো অস্ট্রেলিয়া টিমকে অবাক করে দিয়ে নট আউট দেন তৃতীয় আম্পায়ার।

কী বলছে এমসিসি-র নিয়ম?

এমসিসি এই ক্যাচ নিয়ে টুইট করে নিয়ম সম্পর্কে অবগত করেছে। ক্রিকেটের ৩৩.৩ ধারায় লেখা আছে যে ক্যাচ তখনই সম্পূর্ণ হয় যখন ফিল্ডারের নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ বজায় থাকে। এবং তার আগে বল মাটিতে ছোঁয়া চলবে না। স্টার্ক যখন স্লাইড করে ক্যাচ নেন তখন তাঁর শরীর পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না। যে কারণে বিপক্ষের ব্যাটার জীবনদান পেয়ে যান।

Next Article