The Lost Cricketer : ৪০ বছরে ক্রিকেটে অভিষেক, নির্বাচকও ছিলেন; রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিলেন কোটা রামস্বামী

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 17, 2023 | 8:00 AM

কোটা রামস্বামী (Cotah Ramaswami) ছিলেন সেই প্রথম ক্রিকেটার যিনি ভারতের হয়ে টেস্টে প্রতিনিধিত্ব করার পাশাপাশি দেশের হয়ে বিখ্যাত টেনিস টুর্নামেন্ট ডেভিস কাপে অংশ নিয়েছিলেন। এই বিরল কৃতিত্ব গড়া কোটা রামস্বামী যদিও হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন। বাড়ি থেকে একদিন সকালে বেরিয়েছিলেন তিনি। আর ফেরেননি।

The Lost Cricketer : ৪০ বছরে ক্রিকেটে অভিষেক, নির্বাচকও ছিলেন; রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিলেন কোটা রামস্বামী
The Lost Cricketer : ৪০ বছরে ক্রিকেটে অভিষেক, নির্বাচকও ছিলেন; রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিলেন কোটা রামস্বামী
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি : দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন সকল ক্রিকেটারই। জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া প্রতিটি ক্রিকেটার নিজেকে ভাগ্যবান মনে করেন। প্রায় ৫০০ জন ক্রিকেটার রয়েছে যাঁরা এই খেলার সঙ্গে যুক্ত। এই ক্রিকেটারদের মধ্যে ৪ জন রয়েছেন যাঁরা ভারতের হয়ে ক্রিকেট ছাড়াও অন্য খেলায় অংশ নিয়েছিলেন। কোটা রামস্বামী (Cotah Ramaswami) ছিলেন সেই প্রথম ক্রিকেটার যিনি ভারতের হয়ে টেস্টে প্রতিনিধিত্ব করার পাশাপাশি দেশের হয়ে বিখ্যাত টেনিস টুর্নামেন্ট ডেভিস কাপে অংশ নিয়েছিলেন। এই বিরল কৃতিত্ব গড়া কোটা রামস্বামী যদিও হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন। বাড়ি থেকে একদিন সকালে বেরিয়েছিলেন তিনি। আর ফেরেননি। তাঁর এই হারানো কম রহস্যজনক ছিল না। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঘটনাটি ১৯৮৫ সালের ১৫ অক্টোবর। ৮৯ বছর বয়সে একদিন সকালে তিনি তাঁর বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু আর কখনও বাড়িতে ফিরে আসেননি। এরপর তাঁকে অনেক খোঁজা হলেও আর কোথাও দেখা যায়নি এবং তাঁর মৃতদেহও পাওয়া যায়নি। বছরের পর বছর অপেক্ষার পরও তাঁকে না পাওয়ায় শেষ অবধি উইজডেন কোটা রামস্বামীকে মৃত বলে ঘোষণা করে।

১৮৯৬ সালের ১৬ জুন চেন্নাইতে জন্ম হয় কোটা রামস্বামীর। ১৯৩৬ সালে ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট ডেবিউ হয় তাঁর। সেই সময় কোটা রামস্বামীর বয়স ছিল ৪০ বছর। ডেবিউ টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৪০ ও ৬০ রান করেছিলেন তিনি। পরের টেস্টে ২ ইনিংসে ২৯ ও ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। কেরিয়ারে মাত্র ২টি টেস্টেই খেলেছিলেন তিনি। এ ছাড়া মাদ্রাসের হয়ে ৫৩টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪০০ রান করেছিলেন তিনি। পরবর্তীতে ১৯৫৩ সালে ওয়েস্ট ইন্ডিজে সফরকারী প্রথম ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার হয়েছিলেন কোটা রামস্বামী। পঞ্চাশের দশকে তিনি জাতীয় নির্বাচকের ভূমিকাও পালন করেছিলেন। কিন্তু তাঁর চমকপ্রদভাবে হারিয়ে যাওয়ার ঘটনা সকলের কাছেই বেশ রহস্যজনক ছিল।

Next Article