AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shakib Al Hasan: ভারত সফরের আগে কাউন্টিতে নেমেই সফল সাকিব আল হাসান

IND vs BAN, County Championship: সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ খেলবেন সাকিব। সদ্য পাকিস্তান সফরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর কাছে প্রতিটা ম্যাচই পরীক্ষা। ভারত সফরের আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম দিন দুর্দান্ত কাটল সাকিবের।

Shakib Al Hasan: ভারত সফরের আগে কাউন্টিতে নেমেই সফল সাকিব আল হাসান
Image Credit: SURREY CRICKET X
| Updated on: Sep 10, 2024 | 12:54 PM
Share

পাহাড় প্রমাণ চাপ নিয়ে ভারত সফরে খেলতে আসবেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার ঘরে বাইরে প্রবল চাপে। ভারত সফরের প্রস্তুতিতে ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন। সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ খেলবেন সাকিব। সদ্য পাকিস্তান সফরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর কাছে প্রতিটা ম্যাচই পরীক্ষা। ভারত সফরের আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম দিন দুর্দান্ত কাটল সাকিবের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সাকিবকে নিয়ে বিদ্বেষ বাড়ছিল বাংলাদেশে। আওয়ামী লিগের সাংসদ ছিলেন এই তারকা অলরাউন্ডার। বিশ্বকাপের পর আমেরিকায় মেজর লিগ টি-টোয়েন্টি এবং কানাডা টি-টোয়েন্টি লিগে খেলেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়েই প্রশ্নচিহ্ন ছিল। তবে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা পেয়েছিলেন। টিমের বাকি সদস্যরা বাংলাদেশে ফিরলেও সাকিব পাড়ি দেন ইংল্যান্ডে। সেখান থেকেই ভারতে আসবেন।

সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই বল হাতে সফল সাকিব আল হাসান। ম্যাচের প্রথম দিনই ৩১৭ রানে অলআউট প্রতিপক্ষ সমারসেট। এর মধ্যে সাকিবের ঝুলিতে ৪ উইকেট। সারের হয়ে সবচেয়ে বেশি বোলিং করানো হয়েছে তাঁকে দিয়েই। ৩৩.৫ ওভারে ৯৭ রান দিয়ে সাকিবের ঝুলিতে ৪ উইকেট। দ্বিতীয় সর্বাধিক ১৭ ওভার বোলিং করেছেন মিডিয়াম পেসার ড্যানিয়েল ওরাল। বল হাতে সাফল্য পাওয়ার পর এ বার নজরে তাঁর ব্যাটিং।