কলকাতা: ক্রিকেটকে (Cricket) কালিমালিপ্ত করার জন্য ম্যাচ গড়াপেটা, স্পট ফিক্সিং এইসব তো রয়েছেই। তবে ৩৬ বছর আগে ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িয়ে যেতে চলেছিল অন্ধকার জগতের নাম। মুম্বইয়ের অন্ধকার জগতের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি বলেই পরিচিত দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। ৭০ এর দশকে তিনি তৈরি করেছিলেন ডি কোম্পানি। গ্যাংস্টার, তোলাবাজি, মাদক পাচার, খুন, দাঙ্গা, জঙ্গিদের সঙ্গে একাধিকবার নাম জড়িয়েছে দাউদের। সেই দাউদই একবার ঢুকে পড়েছিলেন ভারতের ড্রেসিং রুমে। তখন টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন কপিল দেব (Kapil Dev)। দাউদকে টিম ইন্ডিয়ার সাজঘরে দেখে মোটেও খুশি হননি ৮৩-র বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।
এই ঘটনা ঘটেছিল আজ থেকে ঠিক ৩৬ বছর আগে। শারজায়, ১৯৮৬ সালের অস্ট্রেলিয়া-এশিয়া কাপের ফাইনালের আগের দিন টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ঢুকে পড়েন দাউদ। সেই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের। স্বাভাবিক ভাবেই ভারত-পাক ম্যাচ ঘিরে চরমে ছিল উত্তেজনা। আর সেই সময় কপিল দেবদের ড্রেসিংরুমে হঠাৎ ঢুকে পড়েন অন্ধকার জগতের ডন দাউদ ইব্রাহিম। তিনি জানান, পাকিস্তানকে হারাতে পারলে ভারতীয় দলকে পুরস্কার দেবেন। কিন্তু সেই সময়ের ভারত অধিনায়ক কপিল দেব দাউদকে ড্রেসিংরুম থেকে বের করে দিয়েছিলেন। এই ঘটনা এক অনুষ্ঠানে জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার।
কপিল দেব কিন্তু দাউদের উপহার দেওয়ার কথা জানতেন না। দাউদ ঘোষণা করেছিলেন, ভারত যদি সেই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারে তা হলে টিম ইন্ডিয়ার প্রতিটি ক্রিকেটারকে তিনি একটি করে টয়োটা গাড়ি উপহার দেবেন।
বেঙ্গসরকর আরও জানান, দাউদকে বিখ্যাত ব্যবসায়ী বলে তাঁদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন অভিনেতা মেহমুদ। দাউদ যখন টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ঢুকেছিল, ওই সময় অধিনায়ক কপিল দেব সেখানে ছিলেন না। তিনি গিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে। এরপর কপিল দেব যখন ফিরে আসেন, তখনও দাউদ ড্রেসিংরুমেই ছিল। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে অচেনা লোককে দেখে রেগে লাল হয়ে যান কপিল। অচেনা এক ব্যক্তি টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ঢুকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছে, সেই জিনিসটা ভালো চোখে দেখেননি কপিল। তাই তিনি দাউদকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। দাউদ সেই সময় আর কথা না বাড়িয়ে, কপিলের কথা শোনেন। তিনি ড্রেসিংরুম থেকে বেরিয়ে যান। উল্লেখ্য, ভারত সেই ম্যাচে জিততে পারেনি। ১ উইকেটে ম্যাচ জিতে নেয় জাভেদ মিয়াঁদাদরা।