Rishabh Pant : ‘ঋষভ নেই, তাই বিশ্বকাপে ভারতও ফেভারিট নয়’, মত ভারতের প্রাক্তন ক্রিকেটারের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 28, 2023 | 3:43 PM

Cricket World Cup 2023 : চলতি বছরে ওডিআই বিশ্বকাপের আসর বসছে ভারতে। গত কালই, ২৭ জুন ২০২৩ সালের বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ ৮ অক্টোবর। দেশের মাটিতে বিশ্বকাপ জিততে পারবে কি ভারত?

Rishabh Pant : ঋষভ নেই, তাই বিশ্বকাপে ভারতও ফেভারিট নয়, মত ভারতের প্রাক্তন ক্রিকেটারের
'ঋষভ নেই তাই বিশ্বকাপে ভারতও ফেভারিট নয়', মত ভারতের প্রাক্তন ক্রিকেটারের
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি : দেশের মাটিতে মহাযুদ্ধ হওয়ার দামামা বেজে গিয়েছে। গত কালই, ২৭ জুন ২০২৩ সালের বিশ্বকাপের (Cricket World Cup 2023) সূচি ঘোষণা হয়েছে। তারপর থেকেই ক্রিকেট মহলে এ বারের ওডিআই বিশ্বকাপ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। গত ১০ বছরের আইসিসি ট্রফির খরা এ বার কি কাটাতে পারবে ভারত (India)? বীরেন্দ্র সেওয়াগ, মুথাইয়া মুরলীধরনের মতো প্রাক্তন ক্রিকেটাররা সূচি ঘোষণার দিনই জানিয়েছেন, তাঁরা ভারতকে এ বারের বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে দেখছেন। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তও (Krishnamachari Srikkanth) আবার বলেছেন অন্য কথা। তাঁর মতে এ বারের বিশ্বকাপে ঋষভ পন্থ থাকলে ভারত ফেভারিট দল হত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতে, এ বারের বিশ্বকাপে ঋষভ পন্থ খেললে পার্থক্য গড়ে দিতে পারেন। শ্রীকান্তের মতে, ঋষভ পন্থ বিশ্বকাপে খেললে ভারতীয় দল বিশ্বকাপের আসল ফেভারিট টিম হতে পারবে। টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটার কি আদৌ বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন? রয়েছ বিরাট প্রশ্ন। ঋষভ এখন রিহ্যাবে রয়েছেন। প্রতিনিয়ত তিনি সুস্থতার পথে এগোচ্ছেন। কিন্তু এখনও বলা যাচ্ছে না অক্টোবর-নভেম্বরে হতে চলা বিশ্বকাপে তিনি খেলার মতো ফিট হয়ে উঠবেন কিনা।

এ বারের বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ ৮ অক্টোবর। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এখন থেকেই আইসিসি বিশ্বকাপ দেখার অপেক্ষায় দিন গুনছেন ক্রিকেট ভক্তরা। সম্প্রতি কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানিয়েছেন, তিনি মনে করেন ঋষভ পন্থ ম্যাচ ফিট হয়ে যদি ভারতের হয়ে খেলতে পারেন তা হলেই টিম ইন্ডিয়া এ বারের বিশ্বকাপে আসল ফেভারিট দল হবে। না হলে তাঁর মতে, ভারত ফেভারিট দল নয়।

ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং প্রাক্তন নির্বাচক শ্রীকান্ত বলেন, ‘আমরা জানি না ঋষভ পন্থ কতটা উন্নতি করেছে। ও খেললে এ বারের বিশ্বকাপে ভারই হবে আসল ফেভারিট দল। কিন্তু ঋষভ কতটা সুস্থ, বিশ্বকাপে খেলতে পারবে কিনা এই প্রশ্নগুলি থেকেই যাচ্ছে। ও বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে কিনা তা কেউ বলতে পারবে না। তবে ও যদি এ বারের বিশ্বকাপে খেলে তা হলে ভারতীয় দলের আসল ফ্যাক্টর হতে পারে।’

যদিও শ্রীকান্ত মনে করেন, ঋষভ পন্থকেও ছাড়া বিশ্বকাপ জিততে পারে ভারত। সেক্ষেত্রে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল ও লোকেশ রাহুলকে বিশ্বকাপের মঞ্চে জ্বলে উঠতে হবে।

Next Article