নয়াদিল্লি: ‘আপনি কুর্সি কী পেটি বাঁধ লো’… পাঠান সিনেমার এই সংলাপ বলতে ইচ্ছে করছে ক্রিকেট প্রেমীদের জন্য। বিশ্বকাপ দেখতে চাওয়া দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। মাস খানেক আগে ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেলেও কবে থেকে মিলবে টিকিট, তা এতদিন জানা যায়নি। এ বার টিকিট বিক্রি নিয়ে এল বড় আপডেট। জানা গিয়েছে, ১০ অগস্ট থেকে অনলাইনে ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে রাজ্য সংস্থাগুলিকে টিকিটের দাম জানানোর জন্য ৩১ জুলাই অবধি সময় দেওয়া হয়েছে। তবে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এ-ও জানিয়েছেন যে, এ বারের ওডিআই বিশ্বকাপ দেখতে যাওয়ার জন্য দর্শকদের কাছে যে বিষয়টি থাকা বাধ্যতামূলক, তা হল ফিজিক্যাল টিকিট। আসন্ন বিশ্বকাপে দর্শকদের জন্য অভিনব ভাবনাও রয়েছে বিসিসিআইয়ের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দিল্লিতে রাজ্য সংস্থাগুলির সঙ্গে এক মিটিংয়ে বসেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। ২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর থেকে। বিশ্বকাপ ফাইনাল হওয়ার কথা ১৯ নভেম্বর। তবে ১৫ অক্টোবর আমেদাবাদে ভারত-পাক ম্যাচ রয়েছে। জানা গিয়েছে, নবরাত্রির জন্য ওই ম্যাচের দিনক্ষণ বদল হতে পারে। ওডিআই বিশ্বকাপের সূচি পরিবর্তন প্রসঙ্গে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘তিনটি দেশ আইসিসিকে বিশ্বকাপের সূচি পরিবর্তনের কথা জানিয়েছে। বিশ্বকাপের দিন এবং সময় পরিবর্তন হবে। কিন্তু ভেনু পরিবর্তন করা হবে না। এ ছাড়া কোনও দেশের দু’টি ম্যাচের মাঝে ৬ দিনের ব্যবধান থাকলে তা কমিয়ে চার বা পাঁচ দিন করা হতে পারে। বিশ্বকাপের সূচিতে যা কিছু বদল রয়েছে, তা আগামী ৩-৪ দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। আইসিসির সঙ্গে আলোচনা করার পরই সূচি পরিবর্তন করা হবে।’
এ ছাড়া বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়ামগুলিতে বিসিসিআই স্বাস্থ্যকর খাবার বিতরণ করার কথা ভেবেছে। এবং বিনামূল্যে পানীয় জল সরবরাহের জন্য বিসিসিআই একটি জনপ্রিয় পানীয় সংস্থার সঙ্গে চুক্তি করছে। জয় শাহ বলেন, “আমরা প্রতিটি স্টেডিয়ামে বিনামূল্যে জল সরবরাহ করার জন্য এক পানীয় সংস্থার সঙ্গে চুক্তি করেছি।”
ওই মিটিংয়ের পরই জয় শাহ জানিয়েছিলেন, এ বারের বিশ্বকাপে থাকবে না ই-টিকিট। দর্শকদের ৭-৮টি নির্দিষ্ট কেন্দ্র থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে। তা হলে তাঁরা বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য মাঠে প্রবেশ করতে পারবেন। বিসিসিআইরাজ্য সংস্থাগুলিকে জানিয়ে দিয়েছে যে তাদের মূল সংস্থা এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেরজন্য একটি নির্দিষ্ট কোটায় টিকিট সংরক্ষণ করতে হবে।