Yuvraj Singh: ‘চার নম্বরে রিঙ্কুকে খেলাও’, বিশ্বকাপের আগে কেন এমন যুক্তি যুবির?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 12, 2023 | 1:46 PM

Cricket World Cup 2023: ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলদের মতো প্রথম সারির তিন ব্যাটারই চোটে ভুগছেন। বিশ্বকাপের আগে তাঁরা ফিট হয়ে উঠবেন। কিন্তু সেরা ছন্দে কি দেখা যাবে? প্রশ্ন থেকে যাচ্ছে।

Yuvraj Singh: চার নম্বরে রিঙ্কুকে খেলাও, বিশ্বকাপের আগে কেন এমন যুক্তি যুবির?
'চার নম্বরে রিঙ্কুকে খেলাও', বিশ্বকাপের আগে কেন এমন যুক্তি যুবির?

Follow Us

নয়াদিল্লি: দেশের মাঠে বিশ্বকাপ (ODI World Cup 2023)। রোহিত শর্মার ভারতীয় টিম যে অন্যতম ফেভারিট, তাতে আর আশ্চর্য কী! সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে দেশের প্রথম সারির সব প্রাক্তন ক্রিকেটারই বিরাট কোহলিদের ফেভারিট বলে ধরছেন। বলেই দিচ্ছেন বিশেষজ্ঞরা যে, ভারত অন্তত সেমিফাইনাল যাবে। সত্যিই তা সম্ভব? কেউ কেউ কিন্তু উল্টো কথাও বলছেন। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তাঁরা যে যুক্তি তুলে ধরছেন, তা মানলে কিন্তু ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কে বলছেন এমন? কেনই বা বলছেন এমন কথা? ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ হয়েছিল। সে বার মহেন্দ্র সিং ধোনির টিম দ্বিতীয় বার বিশ্বকাপ জিতেছিল। সেই টিমেরই এক সদস্য কিন্তু জোরের সঙ্গে বলে দিচ্ছেন, রোহিতের টিমের পক্ষে বিশ্বকাপ জেতা বেশ কঠিন। কোন যুক্তি তুলে ধরছেন ওই প্রাক্তন ক্রিকেটার? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

২০১১ সালের বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুবরাজ সিং। সেই তিনিই এ বার কিন্তু ততটা জোরের সঙ্গে বলতে পারছেন না যে, ঘরের মাঠে রোহিতের টিম চ্যাম্পিয়ন হতে পারে। কী যুক্তি তাঁর? যুবির কথায়, ‘সততার সঙ্গে যদি বলতে হয়, আমি একেবারেই নিশ্চিত নই যে, ভারত এ বারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। যে কোনও দেশভক্তের মতো আমিও বলতে পারি যে, ভারত এ বারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভাবলে কিন্তু দেখা যাবে, অনেক আশঙ্কা কাজ করছে। বিশেষ করে ভারতের মিডল অর্ডার চোটে জর্জরিত। ভারত বিশ্বকাপ জিততে না পারলে হতাশ হবই। কিন্তু এটাই বাস্তব ছবি।’

ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলদের মতো প্রথম সারির তিন ব্যাটারই চোটে ভুগছেন। বিশ্বকাপের আগে তাঁরা ফিট হয়ে উঠবেন। কিন্তু সেরা ছন্দে কি দেখা যাবে? প্রশ্ন থেকে যাচ্ছে। জসপ্রীত বুমরার মতো কার্যকর বোলারেরও রয়েছে চোট। তাঁরও মাঠে ফিরতে সময় লাগবে। বিশ্বকাপে কতটা ভয়ঙ্কর ফর্মে দেখা যাবে তাঁকে, তার উপর নির্ভর করছে ভারতের সাফল্য। শুধু তাই নয়, টিম কম্বিনেশনও এখন দাঁড়ায়নি ভারতের। সব মিলিয়ে ভারত স্বপ্ন দেখাতে পারছেন না যুবরাজের মতো ক্রিকেটারকে।

টিম কম্বিনেশন নিয়ে যুবি বলছেন, ‘আমাদের হাতে রোহিতের মতো অভিজ্ঞ নেতা রয়েছে। ওকে কিন্তু টিম কম্বিনেশন ঠিক করতে হবে। ভারতের অন্তত ২০ জনের একটা পুল থাকা দরকার। যেখান থেকে সেরা ১৫ জনকে নেওয়া হবে বিশ্বকাপ টিমে। টপ অর্ডার নিয়ে তেমন চাপ নেই। কিন্তু মিডল অর্ডার নিয়ে প্রশ্ন আছে। ওয়ান ডে ফর্ম্যাটে ৪ ও ৫ নম্বর জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। পন্থ আইপিএল টিমের হয়ে ৪ নম্বরে ব্যাট করে। জাতীয় টিমের হয়েও চার নম্বরে ওকে খেলানো উচিত। কিন্তু যা পরিস্থিতি তাতে, বিশ্বকাপে হয়তো খেলতেই পারবে না ও।’

পন্থ যদি ফিট হতে না পারেন, তা হলে ৪ নম্বরে কাকে খেলানো যেতে পারে? যুবির মন্তব্য, ‘রিঙ্কু সিংকে চার নম্বরে খেলানো যেতে পারে। ওই জায়গাতে রিঙ্কু চমৎকার ব্যাটিং করে। একটা ম্যাচকে এগিয়ে নিয়ে যাওয়া এবং স্ট্রাইক ঠিক রাখার কাজটা রিঙ্কু করতে পারে। আর সেই ভাবনা যদি টিম ম্যানেজমেন্টের থাকে, তা হলে কিন্তু রিঙ্কুকে আন্তর্জাতিক লেভেলে দ্রুত খেলাতে হবে। সুযোগ পেলে তবেই ও নিজেকে মেলে ধরতে পারবে।

Next Article