MS Dhoni : এটাই শেষ আইপিএল? বিদায়ী উপহারে চিপক স্টেডিয়াম পেলেন ধোনি!

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

May 19, 2023 | 5:11 PM

CSK, IPL 2023 : চিপক স্টেডিয়ামের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির যেন আত্মিক সম্পর্ক। দীর্ঘ ১৫টা বছর ধরে এই স্টেডিয়ামে খেলছেন। এখানকার দর্শকদের ভালোবাসা পেয়েছেন অকাতরে।

MS Dhoni : এটাই শেষ আইপিএল? বিদায়ী উপহারে চিপক স্টেডিয়াম পেলেন ধোনি!
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই: চিপকের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের পর এই ধারণা যেন পোক্ত হয়েছে অনেকটাই। ম্যাচ শেষে চিপকের দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন মাহি। মাঠ প্রদক্ষিণ করেছেন। সুনীল গাভাসকরকে তাঁর শার্টে অটোগ্রাফ দিয়েছেন। সে দিন চিপকের দর্শকদের অকাতরে উপহার বিলিয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পর মাঠ প্রদক্ষিণের সময় ধোনির হাতে ছিল টেনিস ব়্যাকেট ও বল (CSK)। সঙ্গে থাকা জাডেজা সহ বাকি সতীর্থদের হাতেও ছিল একই জিনিস। সে সবই গ্যালারিকে উপহার হিসেবে দিয়েছেন সিএসকের ক্যাপ্টেন। এ বার রিটার্ন গিফট পেলেন। বলা ভালো ফেয়ারওয়েল গিফট। গত সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে গিয়েছে চেন্নাই। সেই হারের যন্ত্রণা ভুলে যেতে পারেন, এমন বিশেষ উপহার পেয়ে গেলেন ধোনি। আস্ত চিপক স্টেডিয়ামটাই (Chepauk Stadium) উপহার স্বরূপ পেলেন তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

চিপক স্টেডিয়ামের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির আত্মিক সম্পর্ক। দীর্ঘ ১৫ বছর ধরে এই স্টেডিয়ামে খেলছেন। এখানকার দর্শকদের ভালোবাসা পেয়েছেন অকাতরে। প্রয়োজনে স্টেডিয়ামের আসন রং করতেও পিছপা হন না ধোনি। চিপক স্টেডিয়ামের স্মৃতি ধোনির হৃদয়ে থেকে যাবে চিরকাল। ধোনির এক অনুরাগী ‘ক্যাপ্টেন কুল’কে চিপকের মিনিয়েচার মডেল তৈরি করে উপহার দিয়েছেন। একেবারে হুবহু চিপক স্টেডিয়াম। এমন এক অভিনব উপহার পেয়ে বেজায় খুশি ধোনি। ওই ফ্যানের সঙ্গে ছবিও তোলেন। তিনি বলেছেন, “আমি সারাজীবনে এমন সুন্দর উপহার আর পাইনি।”

এখনও নিশ্চিত না হলেও চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্লে অফে ওঠার সম্ভাবনা প্রবল। পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ধোনির দল। তাদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ম্যাচ জিতলেই প্লে অফ পাকা। ঘরের মাঠে লিগ পর্বের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারেননি ধোনিরা। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাবে চেন্নাই।

Next Article